ওয়েলিংটন, 23 ফেব্রুয়ারি: প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যাকফুটে কোহলিরা ৷ ট্রেন্ট বোল্টের গতির সামনে অসহায় আত্মসমর্পণ করলেন একের পর এক ভারতীয় ব্যাটসম্যান ৷ যার জেরে বেসিন রিজ়ার্ভে তৃতীয় দিনেও ম্যাচের রাশ রইল নিউজ়িল্যান্ডের হাতে ৷ চার উইকেট খুইয়ে দিনের শেষে ভারতের স্কোর 144 ৷ এখনও পিছিয়ে 39 রানে ৷ হাতে রয়েছে চার উইকেট ৷
ভারতের 165 রানের জবাবে প্রথম ইনিংসে 348 রান তোলে নিউজ়িল্যান্ড ৷ ইশান্ত পাঁচ উইকেট নিলেও টেল এন্ডাররা নিউজ়িল্যান্ডকেবড় রানের লিড দিতে সক্ষম হয় ৷ 183 রানের লিড নেয় তারা ৷
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক কোহলি এবং চেতেশ্বর পূজারা ৷ একমাত্র মায়াঙ্ক আগরওয়াল ছাড়া টপ অর্ডারের চার ব্যাটসম্যানের মধ্যে কেউই কোনও অবদান রাখতে পারেননি ৷ ক্রিজ়ে রয়েছেন অজিঙ্কা রাহানে (25) এবং হনুমা বিহারি (15) ৷ 27 রান দিয়ে তিন উইকেট নিয়েছেন বোল্ট ৷
কিউয়ি সফরে কিছুতেই রানের খরা কাটছে না বিরাট কোহলির ৷ বিশেষ করে ট্রেন্ট বোল্টের সামনে ৷ তাঁর গতির সামনে বিশ্বের একনম্বর টেস্ট ব্যাটসম্যানকেও কেমন যেন অসহায় দেখাচ্ছে ৷ রবিবার ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যাপ্টেন কোহলির অবদান 43 বলে 19 রান ৷
পৃথ্বী দ্রুত ফিরলেও অপর প্রান্ত ধরে রেখে এগোচ্ছিলেন ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ৷ তবে ভারতীয় দলের মিস্টার ডিপেন্ডেবল পূজারা ভরসা জোগাতে পারলেন না মোটেও ৷ 81 বলে তাঁর অবদান মাত্র 11 রান ৷