পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সেমিফাইনালে স্বপ্নভঙ্গ, কাঁদছে দেশবাসী - Newzealand

রবীন্দ্র জাদেজা 77 রান করেন । তবে তাঁর ইনিংস কাজে আসেনি । 18 রানে হারে ভারত ।

নিউজিল্যান্ড

By

Published : Jul 10, 2019, 3:32 PM IST

Updated : Jul 10, 2019, 9:34 PM IST

ম্যান্চেস্টার, 10 জুলাই : কাজে এল না রবীন্দ্র জাদেজার লড়াকু ইনিংস । ফের সেমিফাইনালে থেমে গেল ভারতের বিশ্বকাপ দৌড় । নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে 18 রানে হারল ভারত । ম্যাচের সেরা হয়েছেন ম্যাট হেনরি ।

গতকালের 211 রান থেকে শুরু করে আজ 239 রানে শেষ হয় নিউজ়িল্যান্ডের ইনিংস । ফাইনালে যেতে ভারতের দরকার ছিল 240 রান । এই অবস্থায় ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত । মাত্র এক রানে আউট হন রোহিত শর্মা । ম্যাট হেনরির বলে তাঁর ব্যাট ছুঁয়ে টম ল্যাথামের গ্লাভসে জমা পড়ে । এরপর ক্রিজ়ে আসেন বিরাট কোহলি । কিন্তু, ট্রেন্ট বোল্টের বলে LBW হন তিনি । রিভিউ নিয়েছিলেন বিরাট । রিভিউয়ে দেখা যায়, মিডল স্টাম্পের একদম উপরে লেগেছে বল । অন-ফিল্ড আম্পায়ার আউট দেওয়ায় প্যাভিলিয়নে ফিরতে হয় বিরাটকে । এরপর অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হন কেএল রাহুল । সেমিফাইনালে শুরুতেই উইকেট হারিয়ে দল চাপে, এই পরিস্থিতিতে তাঁর শট বাছাই নিয়ে যথেষ্ট প্রশ্ন ওঠার অবকাশ রয়েছে । তখন ভারতের স্কোর ছিল 3.1 ওভারে 5/3 ।

ক্রিজ়ে ছিলেন ঋষভ পন্থ ও দীনেশ কার্তিক । বল সেভাবে সুইং করছিল না । ফলে দরকার ছিল একটা পার্টনারশিপ । কিন্তু, তার আগেই ফের উইকেট পড়ে ভারতের । দুরন্ত ক্যাচে কার্তিককে প্যাভিলিয়নে পাঠান নিশম । তখন ভারতের স্কোর 24/4 । ক্রিজ়ে আসেন হার্দিক পান্ডিয়া । দুই তরুণ তুর্কি ধরে খেলতে থাকেন । যখন দুই ব্যাটসম্যানকে ক্রিজ়ে জমাট দেখাচ্ছিল, তখনই স্যান্টনারকে মারতে গিয়ে আউট হন পন্থ । তাঁর মধ্যে যে এখনও পরিণতিবোধের অভাব রয়েছে তা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন খোদ পন্থ । একই ভঙ্গিতে আউট হন পান্ডিয়া । তখন ভারতের স্কোর 92/6 ।

আউট হয়ে হতাশ বিরাট কোহলি

সেখান থেকে ভারতের ভারতের ইনিংসের হাল ধরেন জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি । ধোনি স্ট্রাইক রোটেট করতে সমস্যা পড়লেও পালটা আক্রমণের পথে বেছে নেন জাদেজা । স্যান্টনার, নিশম সবাইকে মাঠের বাইরে ফেলেন । তাঁর ব্যাটিংয়েই ম্যাচ জেতার দৌড়ে ছিল ভারত । ধোনি স্লো খেললেও জাদেজাকে সঙ্গে দিচ্ছিলেন । ইতিমধ্যে হাফ সেঞ্চুরি পূরণ করেন জাদেজা । একটা সময় জেতার জন্য 30 বলে ভারতের দরকার ছিল 52 রান । IPL-র যুগে যা হামেশাই হয়ে থাকে । তবে মঞ্চটা ভিন্ন । বিশ্বকাপের সেমিফাইালের অতিরিক্ত চাপ সামলে রান তাড়া করা ছিল প্রধান বিষয় । 46 তম ওভার করতে আসেন ট্রেন্ট বোল্ট । 10 রান তোলে ভারত । কিন্তু, পরের ওভারে মাত্র পাঁচ রান দেন ম্যাট হেনরি । জেতার জন্য তিন ওভারে দরকার ছিল 37 রান । বোল্টের স্লোয়ারে ধোঁকা খেয়ে আউট হয়ে যান জাদেজা । মাত্র 59 বলে 77 রান করেন । এরপর ম্যাচ শেষ করার দায়িত্ব ছিল 'ফিনিশার' ধোনির উপর । তখন 2 ওভারে 31 রান দরকার । 49 তম ওভারের প্রথম বলেই ছয় মারেন ধোনি । আশায় বুক বাঁধছিলেন ভারতীয় সমর্থকরা । কিন্তু, 48.3 ওভারে এক রানকে দু'রানে কনভার্ট করতে গিয়ে রান আউট হন ধোনি । পুরো টুর্নামেন্টে ব্যাটে ব্যর্থ হলেও আসল সময় ডিরেক্ট থ্রো'তে ধোনিকে আউট করে ভারতকে সেমিফাইনাল থেকে ছিটকে দেন মার্টিন গাপ্টিল । ধোনির আউট হওয়ার পর বাকিটুকু ছিল নিয়মরক্ষার । শেষপর্যন্ত 18 রান হারে ভারত । নিউজ়িল্যান্ডের হয়ে 10 ওভারে 37 রান দিয়ে তিন উইকেট নেন হেনরি । বোল্ট ও নিশমও তিনটি করে উইকেট পান । লকি ফার্গুসন দুটি উইকেট পেয়েছেন । কলিন ডি গ্র্য়ান্ডহোম ও মিচেল স্যান্টনার দুটি করে উইকেট পেয়েছেন ।

Last Updated : Jul 10, 2019, 9:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details