পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অশ্বিন-অক্ষর জুটিতে ধরাশায়ী ব্রিটিশরা - রবিচন্দ্রন অশ্বিন

অশ্বিন-অক্ষর জুটিতে ঘূর্ণির কামালের সাক্ষী থাকল নরেন্দ্র মোদি স্টেডিয়াম । দু'জন মিলে জুটিতে 7 উইকেট তুললেন ।

India vs England
ছবি

By

Published : Mar 4, 2021, 4:46 PM IST

Updated : Mar 4, 2021, 5:56 PM IST

আমেদাবাদ, 4 মার্চ : নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফের একবার অশ্বিন-প্যাটেল ঝড়ে মুখ থুবড়ে পড়লেন রুট-স্টোকসরা ।

টসে জিতে প্রথমে ব্যাট নিয়েছিলেন রুট । কিন্তু প্রাথমিক ধাক্কা দিতে বিন্দুমাত্র পিছপা হননি বাঁ-হাতি অক্ষর । দুই ওপেনারকে ফিরিয়ে ব্রিটিশ ইংরেজদের হৃদয়ে ধাক্কাটা যখন অক্ষর দিয়েছেন, ঠিক তখনই ফর্মে থাকা জো রুটকে এলবিডাবলু করলেন মহম্মদ সিরাজ ।

জশপ্রীত বুমরার জায়গায় এই ম্যাচে সুযোগ পেয়েছেন সিরাজ । অস্ট্রেলিয়ার মাটিতে চমক ধরানো সেই গতি যে ভারতেও সমানভাবে কার্যকর, তা প্রমাণ করার চ্যালেঞ্জ ছিল সিরাজের সামনে । আজ সিরাজের যে বলে প্রথমে জো রুট আউট হলেন, তা নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটে তারুণ্যের বার্তা বয়ে আনবে । প্রাথমিক ধাক্কা সামলে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছিলেন বেয়ারস্টো ও বেন স্টোকস । সেই বেয়ারস্টোকেও বলের ফাঁদে ফেললেন সিরাজ ।

আরও পড়ুন : মোতেরার পিচ সবজি চাষের উপযোগী : কারসন ঘাউড়ি

এরপরই শুরু হল রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলের অমর কীর্তিগাথা । ভারতের ঘূর্ণি পিচে অনিল কুম্বলে, হরভজন সিংয়ের উত্তরসূরি যে তিনিই, তা আরও একবার বুঝিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন । কেন, কীভাবে, কী পথে চারশো'র এলিট ক্লাসে তিনি সহজে উঠেছেন, তা আরও একবার প্রমাণ দিলেন এই ডানহাতি অফ স্পিনারটি ।

স্লিপে দুরন্ত ক্যাচ রাহানের, বেন ফোকসের উইকেট নেওয়ার পর উচ্ছাস অশ্বিন-কোহলিদের

ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল মাত্র 205 রানে । আর ভারতীয় বোলারদের উইকেট প্রাপ্তির তালিকায় প্যাটেল 4, অশ্বিন 3, সিরাজ 2, বাকি একটি ওয়াশিংটন সুন্দর । উইকেট না পেলেও ইশান্ত শর্মা যে এখনও গতির তারতম্য ঘটাতে যথেষ্ট স্বচ্ছন্দ তাও প্রমাণ রাখলেন ।

ভারতীয় বোলিং তাণ্ডবের সামনে বলার মতো ড্যান লরেন্স এবং বেন স্টোকস । স্টোকস অর্ধশতরানের গণ্ডি পেরোলেও লরেন্সের 46 ব্রিটিশদের স্কোরকে ভদ্রস্থ করার ক্ষেত্রে একমাত্র উদাহরণ ।

তবে কোহলির রাত্রিঘুম কিছুটা হলেও কমিয়ে দিল শুভমন গিলের অফ ফর্ম । যে আশা ভারতীয় এ ক্রিকেটে শুভমনের হাত ধরে শুরু হয়েছিল, কোথায় যেন একটা খচখচানি থেকে যাচ্ছে বড়দের ক্রিকেটে । ফের একবার শূন্য রানে আউট হয়ে নিজের জায়গাটাই যেন কঠিন করলেন গিল । চতুর্থ টেস্টের প্রথম দিনের শেষে ভারতের 1 উইকেট হারিয়ে 24 রান । ক্রিজ়ে রয়েছেন রোহিত শর্মা ও চেতশ্বর পূজারা ।

Last Updated : Mar 4, 2021, 5:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details