নাগপুর, 10 নভেম্বর : নাগপুরে বাংলাদেশকে 30 রানে হারিয়ে T20 সিরিজ জিতল ভারত । 6 উইকেট নিলেন ডানহাতি পেসার দীপর চাহার । 3 উইকেট নেন শিবম দুবে । বাকি এক উইকেট যুজবেন্দ্র চাহালের ।
তৃতীয় তথা শেষ T20 ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ । শুরুতেই ভারত অধিনায়ক রোহিত শর্মাকে প্যাভেলিয়নে ফেরান শাফিউল ইসলাম । এরপর শিখর ধাওয়ানকেও ফেরান শাফিউল ইসলাম ৷ 6 ওভারে 41 রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত ।
এই সময় দলের হাল ধরেন লোকেশ রাহুল ও শ্রেয়ষ আইয়ার । 52 করে প্যাভেলিয়নে ফেরার আগে ভারতকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন লোকেশ রাহুল । আল-আমিন হুসেনের বলে লিটন দাসের হাতে ধরা দেন রাহুল । এরপর, রিষভ পন্থকে সঙ্গী করে লড়াই শুরু করেন শ্রেয়ষ আইয়ার । রাহুলের পর অর্ধশতরান করেন তিনি । 27 বলে অর্ধশতরানের পথে 5 ছয় মেরেছেন শ্রেয়ষ । এদিকে শেষ T20 তেও ব্যর্থ রিষভ । তাঁর সংগ্রহ 9 বলে 6 রান ।