পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ইন্দোর টেস্টে বোলারদের দাপটে দিনের শেষে চালকের আসনে ভারত

ইন্দোর টেস্টে প্রথম দিনের শেষে চালকের আসনে ভারত ৷ প্রথমে ব্যাট করে 58.3 ওভারে মাত্র 150 রান বোর্ডে তুলতে পারে বাংলাদেশ ৷ জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে 1 উইকেটের বিনিময়ে 86 রান তুলেছে ভারত ৷

ইন্দোর শ্বাশন ভারতের

By

Published : Nov 14, 2019, 7:48 PM IST

Updated : Nov 14, 2019, 8:50 PM IST

ইন্দোর, 14 নভেম্বর: ইন্দোরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টর প্রথম দিনের শেষে চালকের আসনে ভারত ৷ প্রথমে ভারতীয় বোলারদের দাপটের পর তৃতীয় সেশনে ব্যাট হাতে হোলকার শ্বাশন টিম কোহলির ব্যাটসম্যানদের ৷
ম্যাচের প্রথম থেকই দাপট দেখাতে শুরু করে ভারতীয় বোলাররা ৷ মাত্র 58.3 ওভারই স্থায়ী হয় বাংলাদেশের ইনিংস ৷ বোর্ডে 150 রান তুলেই অল-উইকেট হয় বাংলাদেশ ৷ জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে রোহিত শর্মার উইকেট হারিয়ে 86 রান করেছে ভারত ৷ ক্রিজে আছেন ময়ঙ্ক আগরওয়াল ও চেতশ্বর পূজারা ৷ ওপেন করতে নেমে 37 রানে অপরাজিত আছেন ময়ঙ্ক ৷ অন্যদিকে 43 রানে ব্যাট করছেন চেতশ্বর পূজারা ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওপেনিংয়ে হাতেখড়ি হয় রোহিত শর্মার ৷ ওই সিরিজ়ে দুরন্ত ফর্মে ছিলেন এই মুম্বই়কর ৷ কিন্তু এদিন ব্যাট হাতে বেশিক্ষণ স্থায়ী হয়নি তাঁর ইনিংস ৷ মাত্র 6 রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে ৷

বোলারদের মধ্যে ফের দুরন্ত বোলিং করলেন মহম্মদ শামি ৷ 13 ওভার হাত ঘুরিয়ে 27 রানের বিনিময়ে তুলে নিলেন 3টি মূল্যবান উইকেট ৷ শামিকে যোগ্য সংগত দিলেন ইশান্ত, উমেশ ও অশ্বিনও ৷ তিন জনই দুটি করে উইকেট শিকার করেছেন ৷ বাংলাদেশ অধিনায়ক মমিনূল ইসলাম, প্রাক্তন অধিনায়ক মুশফিকুর রহিম ও লিটন দাস কিছুটা চেষ্টা করলেও তা ষথেষ্ট ছিল না ৷ এখন দেখার আগামিকাল কত রান বোর্ডে তুলে ইনিংস ডিক্লিয়ার করতে পারে মেন ইন ব্লুরা

Last Updated : Nov 14, 2019, 8:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details