ইন্দোর, 14 নভেম্বর : মধ্যপ্রদেশের ইন্দোরের হোলকর স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত বাংলাদেশের ৷ 2-1 ব্যবধানে T20 সিরিজ় খোয়ায় বেঙ্গল টাইগাররা ৷ তাই প্রথম টেস্টে জিততে মরিয়া আমিনুল হকের দল ৷ আর বিশ্রাম কাটিয়ে ভারতীয় দলে ফিরলেন ইশান্ত শর্মা ৷ আগের সিরিজ়েই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করেছে ভারত ৷ ডু'প্লেসির দক্ষিণ আফ্রিকাকে দাঁড়াতেই দেয়নি টিম ইন্ডিয়া ৷
অন্যদিকে ভারত সফরের আগেই আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচে 224 রানের বিশাল ব্যবধানে হারের মুখ দেখেছে বেঙ্গল টাইগাররা ৷ তারপর ভারত সফরের ঠিক আগেই দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার ও অধিনায়ক শাকিব আল হাসানকে শর্ত সাপেক্ষে দুই বছরের নির্বাসন দিয়েছে ICC ৷ বুকিদের দেওয়া প্রস্তাবের তথ্য গোপনের জন্য এই শাস্তি পান তিনি ৷ ফলে তড়িঘড়ি তাঁর জায়গায় আমিনুল হককে টেস্টের জন্য অধিনায়ক করে পাঠানো হয় ভারতে ৷