দিল্লি, 8 মার্চ : 17 বছর আগে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া ৷ ভারতের দ্বিতীয় বার কাপ জয়ের স্বপ্নকে মাটিতে মিশিয়ে ট্রফি ঘরে তোলে পন্টিংয়ের অস্ট্রেলিয়া ৷ এবার ফের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া ৷ তবে এটা মহিলাদের টি -20 বিশ্বকাপ । আর ওটা ছিল পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ ৷ তবে এবার অজ়িদের হারিয়ে বিশ্বকাপ ঘরে তুলে 2003 সালে পুরুষদের হারের বদলা নেওয়ার সুযোগ হরমনপ্রীতদের সামনে ৷
ইতিহাস কি বদলাবে ? রবিবার মহিলা টি-20 বিশ্বকাপে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া ৷ চার বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ৷ অন্যদিকে প্রথম বার টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত ৷
2003 সালে বিশ্বকাপে ভারত মাত্র দুটি ম্যাচ হারে ৷ একটি গ্রুপের প্রথম ম্যাচ ও দ্বিতীয়টি ফাইনাল ৷ দুটি ক্ষেত্রেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল হারে অস্ট্রেলিয়ার কাছে ৷ এবার গ্রুপের প্রথম ম্যাচে অজ়িরা ভারতের কাছে হেরেছে ৷ আবার ফাইনালেও তারা ফের ভারতের মুখোমুখি হবে ৷ এছাড়া আরও একটি মিল আছে এই বিশ্বকাপে ৷ 2003 সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া প্রতিযোগিতায় কোনও ম্যাচ হারেনি ৷ অন্যদিকে ভারতের মেয়েরা যদি রবিবার কাপ ঘরে তুলেতে পারে তাহলে তাঁরাও প্রতিযোগিতায় কোনও ম্যাচ না হেরেই সেই কৃতিত্ব অর্জন করবে ৷