পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সিরাজের পাঁচ, গাব্বায় জয়ের জন্য ভারতের প্রয়োজন 328 রান - india vs australia

গতকাল ব্যাট হাতে দলকে ভরসা দেওয়ার পর আজ দিনের প্রথম উইকেটটি তুলে নেন শার্দূল ঠাকুর ।

india vs australia 4th day of brisbane test match
india vs australia 4th day of brisbane test match

By

Published : Jan 18, 2021, 8:32 AM IST

Updated : Jan 18, 2021, 1:05 PM IST

ব্রিসবেন, 18 জানুয়ারি : টেস্ট কেরিয়ারে পদাপর্ণের আগেই ব্যক্তিগত জীবনে জোর ধাক্কা খেয়েছিলেন । সূদূর অস্ট্রেলিয়ায় বসে বাবার মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছিল পেসার মহম্মদ সিরাজকে । মাঠে সেই শোককে শক্তিতে পরিণত করেছেন সিরাজ । মেলবোর্নে অভিষেক টেস্টে 5 উইকেট নিয়েছিলেন । সোমবার ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনে গাব্বার মাঠে ফের আগুন ঝরালেন সিরাজ । তুলে নিলেন পাঁচটি উইকেট । দ্বিতীয় ইনিংসে 294 রানে অল আউট হল অস্ট্রেলিয়া । প্রথম ইনিংসে 33 রানের লিড মিলিয়ে জয়ের জন্য ভারতের সামনে 328 রানের টার্গেট রেখেছে অস্ট্রেলিয়া ।

গতকাল ব্যাট হাতে অর্ধশতরান হাঁকিয়েছিলেন শার্দূল ঠাকুর । ওয়াশিংটন সুন্দরের সঙ্গে 123 রানের পার্টনারশিপ গড়েন । আজ গাব্বায় বল হাতেও সফল মুম্বইয়ের পেসার । উইকেট সংগ্রহের তালিকায় সিরাজ়ের পরই রয়েছেন তিনি । 19 ওভার বল করে 61 রান দিয়ে চারটি উইকেট তুলেছেন । 328 রানের লক্ষ্য নিয়ে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমেছে ভারত । ক্রিজে রয়েছেন দুই ওপেনার শুভমন গিল এবং রোহিত শর্মা ।

ওয়াশিংটন সুন্দরের বলে স্টিভ স্মিথের ক্যাচ ছেড়েছিলেন । স্মিথের স্কোর তখন 42 রান । অর্ধশতরান পূর্ণ হওয়ার পর সেই স্মিথকেই ফেরালেন মহম্মদ সিরাজ । জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে কেরিয়ারের তৃতীয় টেস্টেই দলের পেস বিভাগকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন । ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনে বল হাতে বিপক্ষ শিবিরে আছড়ে পড়েছেন সিরাজ । চা বিরতি পর্যন্ত তিনটি উইকেট তুলে নিয়েছিলেন । তাঁর শিকার স্টিভ স্মিথ, মার্নাস ল্যাবুশেন এবং ম্যাথু ওয়েড ।


ব্রিসবেনে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে 33 রানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া তৃতীয় দিনে কোনও উইকেট না হারিয়ে 21 রান তুলেছিল । লিড মিলিয়ে 54 রানে এগিয়ে ছিল টিম পেইনের দল । দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং মার্কাস হ্যারিস যথাক্রমে 20 ও 1 রানের অপরাজিত ছিলেন ।

আজ চতুর্থ দিনের খেলার প্রথম সেশনেই সাফল্য পায় ভারত । গতকাল ব্যাট হাতে দলকে ভরসা দেওয়ার পর আজ দিনের প্রথম উইকেটটি তুলে নেন শার্দূল ঠাকুর । 38 রান করে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মার্কাস হ্যারিস । 89 রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া । পরের ওভারেই অপর ওপেনার ডেভিড ওয়ার্নারকে ফেরান ওয়াশিংটন সুন্দর । অর্ধশতরানের দিকে এগেনো ওয়ার্নারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সুন্দর । 48 রানে ফেরেন অজ়ি ওপেনার ।

31তম ওভারের তৃতীয় বলে মার্নাস ল্যাবুশেনকে ফেরান মহম্মদ সিরাজ । একই ওভারের শেষ বলে অজ়ি শিবিরে ফের আঘাত হানেন হায়দরাবাদি পেসার । খাতা খোলার আগেই ম্যাথু ওয়েডকে প্যাভিলিয়নের রাস্তা দেখান সিরাজ । লাঞ্চ বিরতি পর্যন্ত 4 উইকেট খুইয়ে 149 রান তোলে অস্ট্রেলিয়া ।

Last Updated : Jan 18, 2021, 1:05 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details