মুম্বই, 16 ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সফরে দিন-রাতের টেস্ট খেলবে কোহলি ব্রিগেড ৷ কিছুদিন আগেই কোহলি বলেছিলেন, অস্ট্রেলিয়ার মাটিতে গোলাপি বলের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ভারত ৷ অধিনায়ক বিরাট কোহলির এই আশ্বাসের পরই BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো আলোচিত সফরে নৈশালোকে টেস্ট খেলবে ভারত ৷
গত বছরের শেষে গোলাপি বলের টেস্টে অভিষেক হয়েছে ভারতের ৷ ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচ মাত্র তিনদিনে জিতে নিয়েছিল বিরাট কোহলি অ্যান্ড কোং ৷ এরপর থেকে অস্ট্রেলিয়া বনাম ভারত দিন-রাতের টেস্টের সম্ভাবনা উজ্জ্বল হতে শুরু করে ৷ প্রাক্তন অজ়ি স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন থেকে শুরু করে ব্যাগিগ্রিনদের অধিনায়ক টিম পেইন বিরাটদের একপ্রকার গোলাপি চ্যালেঞ্জ ছুড়ে দেন ৷ এক সাক্ষাৎকারে মজা করে পেইন বলেছিলেন, "বিরাটের যদি মুড ভালো থাকে তাহলে ওকে গাব্বায় দিন-রাতের টেস্ট খেলার কথা জিজ্ঞাসা করব ৷" তখন কোনও মন্তব্য না করলেও চলতি বছরের জানুয়ারিতে পেইনের চ্যালেঞ্জ গ্রহণ করেন কোহলি ৷ তিনি বলেন, "গাব্বা হোক বা পার্থ যেকোনও জায়গায় দিন-রাতের টেস্ট খেলতে আমরা রাজি ৷" চলতি বছরের নভেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে বর্ডার-গাভাসকর সিরিজ় খেলতে অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারত ৷ সেখানে টেস্ট সিরিজ়ের এক বা দুটি ম্যাচ নৈশালোকে খেলা হবে ৷ অস্ট্রেলিয়ায় মোট চারটি টেস্ট খেলবে ভারত ৷