পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ছোটদের সঙ্গে লড়াই করেই ব্রিটিশ-সিংহ বধের হাত প্রস্তুতি সারবেন কোহলিরা

এবছর জুলাই মাসে 5 ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে ইংল্য়ান্ড যাচ্ছে ভারতীয় দল ৷ সেখানে দু’টি প্রস্তুতি ম্য়াচ খেলবে ভারতীয় দল ৷ তবে, ভারত সেই ম্য়াচ খেলবে ভারত এ-র বিরুদ্ধে ৷

India To Clash With India A In England Before Test Series
জুলাই মাসে ইংল্য়ান্ড সফরে প্রস্তুতি ম্য়াচে ‘‘ভারত বনাম ভারত এ’’ দ্বৈরথ

By

Published : Jan 28, 2021, 4:15 PM IST

নর্থাম্পটনশায়ার (ইংল্য়ান্ড), 28 জানুয়ারি : আগামী জুলাই মাসের শেষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড যাচ্ছে ভারত ৷ সেই সফরে প্র্যাক্টিস ম্যাচে এক অভিনব দ্বৈরথ দেখতে চলেছে গোটা ক্রিকেট বিশ্ব ৷ যেখানে ভারতের প্রতিপক্ষ হতে চলেছে ভারত ৷ আরও খোলসা করে বললে, ভারত বনাম ভারত এ ৷ 2021 সালে ঠাসা আন্তর্জাতিক ক্রিকেট সূচির কারণে ইংল্য়ান্ড সফরে এবার দু’টি সমান্তরাল দল পাঠাবে বিসিসিআই ৷ যেখানে একদিকে থাকবে বিরাট কোহলির ভারতীয় দল আর অন্য়দিকে সমতুল্য় আরও একটি দল ৷

বুধবার ইংল্য়ান্ডের কাউন্টি ক্লাব নর্থাম্পটনশায়ারের তরফে টুইট করে বলা হয়েছে, আগামী গ্রীষ্মে বিশ্বের সেরা কয়েকজন ক্রিকেটার কাউন্টির মাঠে একে অপরের মুখোমুখি হতে চলেছে ৷ আমরা ভারত এবং ভারত এ দলকে স্বাগত জানাচ্ছি ৷’’ তবে, শুধুই কী ঠাসা ক্রিকেট সূচি ৷ এমনটা মনে করছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ গতবছর নভেম্বর মাস থেকে ইংল্য়ান্ডে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন ধরা পড়েছে ৷ সেই কারণে কোনও কাউন্টি দল বা ইংল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচ খেলাতে চাইছে না বিসিসিআই ৷

আরও পড়ুন : ঘরের মাঠে এবার বিরাট আগ্রাসন, চেন্নাই পৌঁছালেন কোহলি

প্রসঙ্গত, জুলাই মাসে ভারত পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে ইংল্য়ান্ড উড়ে যাবে ৷ সেখানে ভারত এবং ভারত এ দল নিজেদের মধ্য়ে দু’টি প্রস্তুতি ম্য়াচ খেলবে ৷ 4 অগাস্ট থেকে নটিংহ্য়ামে প্রথম টেস্ট ম্য়াচ খেলা হবে ৷ দ্বিতীয় টেস্ট খেলা হবে 12 অগাস্ট লন্ডনে ৷ এখানেই 2 সেপ্টেম্বর থেকে শুরু হবে চতুর্থ টেস্ট ৷ তৃতীয় টেস্ট খেলা হবে 25 অগাস্ট থেকে লিডসে এবং পঞ্চম টেস্ট হবে 10 সেপ্টেম্বর ম্য়ানচেস্টারে ৷

ABOUT THE AUTHOR

...view details