পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

T-20-তে ভারতের সব থেকে বড় ব্যবধানে হার ওয়েলিংটনে - biggest loss

T-20 সিরিজ়ের প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে নিউজ়িল্যন্ডের কাছে হারল ভারত। ৮০ রানে হেরে তিন ম্যাচের সিরিজ়ে পিছিয়ে পড়ল ভারত। ২২০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ১৩৯ রানে শেষ হয়ে যায় ভারতীয় ইনিংস।

আউট হয়ে প্যভিলিয়নে যাচ্ছেন ঋষভ পন্থ

By

Published : Feb 6, 2019, 10:44 PM IST

ওয়েলিংটন, ৬ ফেব্রুয়ারি : ওয়ান ডে সিরিজ়ের সাফল্য অতীত। T-20 সিরিজ়ের প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে নিউজ়িল্যন্ডের কাছে হারল ভারত। ওয়েলিংটনে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান করে নিউজ়িল্যান্ড। ২২০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ১৩৯ রানে শেষ হয়ে যায় ভারতীয় ইনিংস। ৮০ রানে জিতে তিন ম্যাচের সিরিজ়ে ১-০ তে এগিয়ে গেল নিউজ়িল্যান্ড। T-20-তে ভারতের এটাই সবচেয়ে বড় ব্যবধানে হার।

আজ টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু কিউয়ি ওপেনার টিম সেইফার্টের অনবদ্য ৮৪ (৪৩) রানের সৌজন্যে ২১৯ রানে পৌঁছায় নিউজ়িল্যান্ড। নিউজ়িল্যান্ডের হয়ে কলিন মুনরো ৩৪, কেন উইলিয়ামসন ৩৪ এবং রস টেলর ২৩ রান করেন। হার্দিক পান্ডিয়া ২টি উইকেট নেন। একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, ক্রুনাল পান্ডিয়া ও যুজবেন্দ্র চাহল।

কিউয়ি ওপেনার টিম সেইফার্ট

২২০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতে শিখর ধাওয়ান ও বিজয় শংকর ছাড়া কেউ সেভাবে দাঁড়াতেই পারেননি। ধাওয়ান করেন ২৯ ও শংকর করেন ২৭। শেষ দিকে মহেন্দ্র সিং ধোনি করেন ৩৯ রান। ইনিংসে ৪ বল বাকি থাকতেই ১৩৯ রানে অল আউট হয়ে যায় ভারত। কিউয়িদের হয়ে টিম সাউদি ৩টি উইকেট নেন। ফার্গুসন, স্যান্টনার ও ইশ সোধি ২টি করে উইকেট নেন।

ওয়েলিংটনে জোড়া হার ভারতীয় ক্রিকেট দলের। প্রসঙ্গত এই মাঠেই নিউজ়িল্যান্ড মহিলা ক্রিকেট দলের কাছে হারে ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিউইদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ২৩ রানে হারে হরমনপ্রীতরা। আর রোহিতের দল হারল ৮০ রানে।

ABOUT THE AUTHOR

...view details