চেন্নাই, 1 ফেব্রুয়ারি : কোয়ারানটিন শেষ ৷ ইংল্যান্ড চ্যালেঞ্জ নেওয়ার জন্য সোমবার প্রথম আউটডোর অনুশীলন শুরু করল বিরাট কোহলির দল ৷ ইতিমধ্যে কোরোনা টেস্টে সব ক্রিকেটারদের স্যাম্পেলের নমুনা নেগেটিভ এসেছে ৷
চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেটারদের অনুশীলনের কয়েকটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ ক্যাপশনে লেখা হয়, ‘‘6 দিনের কোয়ারানটিন কাটানোর পর আজ চিপকে ভারত ৷’’
সোমবারই 6দিনের কোয়ারানটিন শেষ করে ভারতীয় দল ৷ তারপর তিনটি আরটি-পিসিআর টেস্ট সম্পন্ন করে বিরাট অ্যান্ড কোং ৷ সেখানে সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের স্যাম্পেল কোরোনা নেগেটিভ আসে ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ় খেলার আগে চেন্নাই পৌঁছে আইপিএলের মতো বায়ো-বাবলে ঢোকে ভারতীয় ক্রিকেটাররা ৷
আরও পড়ুন :- 22 বছর অপরাজিত, ভারতের 'গাব্বা' চেন্নাইয়ের চিপক
অনুশীলনে যোগ দেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও ইশান্ত শর্মা ৷ পিতৃত্বকালীন ছুটি কাটানোর পর এই প্রথম ভারতীয় দলের অনুশীলনে কোহলি ৷ এদিকে চোট সারিয়ে ফিরলেন ইশান্ত শর্মাও ৷ 5 ফেব্রুয়ারি থেকে চেন্নাইয়ের চিপকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের প্রথম ম্যাচ ৷ দ্বিতীয় টেস্টও হবে চেন্নাইয়ে ৷ পরবর্তী দুটি টেস্ট আয়োজন করবে আহমেদাবাদের নবনির্মিত মোতেরা স্টেডিয়াম ৷