পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দু'ওভার বাকি থাকতেই বিরাট-ছয়ে জয় ভারতের

ওপেনিং জুটি ফেরত যাওয়ার পর ম্যাচের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার ৷ 18 ওভারের শুরুতে লাহিরু কুমারার বলে 34 রান করে আউট হন শ্রেয়স ৷ ম্যাচের ভাগ্য ততক্ষণে প্রায় নির্ধারিত হয়ে গেছে ৷ শেষে আড়াই ওভার বাকি থাকতেই লাহিরু কুমারা শর্ট বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ পকেটে পুড়লেন বিরাট ৷ বিরাটের ব্যক্তিগত সংগ্রহ 17 বলে 30 রান ৷

India Sri Lanka
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিল ভারত

By

Published : Jan 7, 2020, 7:05 PM IST

Updated : Jan 7, 2020, 10:22 PM IST

ইন্দোর, 7 জানুয়ারি : দ্বিতীয় টি-20 ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠান বিরাট কোহলি ৷ 20 ওভার শেষে শ্রীলঙ্কার ঝুলিতে 9 উইকেট হারিয়ে আসে 142 রান ৷ শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ 34 রান করেন কুশল পেরেরা ৷

প্রথম 6 ওভার শেষে 1 উইকেট হারিয়ে শ্রীলঙ্কার পকেটে আসে 48 রান ৷ শুরুটা ভালো করলেও ওয়াশিংটন সুন্দরের বলে ফিরে যেতে হয় অভিষ্কা ফার্নান্ডোকে ৷ 16 বল খেলে 22 রান করেন তিনি ৷ 38 রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা ৷ শ্রীলঙ্কার ওপেনিং জুটিকে শুরুতে বেশ বিপদজ্জনক দেখালেও দানুষ্কা গুনতিলকাকে 20 রানে ফেরত পাঠান নবদীপ সাইনি ৷ 10 ওভার শেষে 2 উইকেট হারিয়ে শ্রীলঙ্কার আসে 67 রান ৷

অন্যদিকে ম্যাচের প্রথম ইনিংসে রীতিমতো দাপিয়ে বেড়ায় ভারতীয় পেসাররা ৷ 4 ওভারে 23 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর ৷ নবদীপ সাইনির ঝুলিতে আসে দু'টি উইকেট ৷ বুমরা পেয়েছেন একটি উইকেট ৷

ভারতের ব্যাটিং শুরু হতেই ঝোড়ো ইনিংস দিয়ে ব্যাটিংয়ের শুরু লোকেশ রাহুল ও শিখর ধাওয়ানের ৷ 32 বলে 45 রান করে আউট হলেন লোকেশ রাহুল ৷ তার কিছু পরেই 29 বলে 32 রান করে আউট হন ধাওয়ান ৷ দু'জনকেই ফেরালেন হাসারাঙ্গা ৷ 12 ওভার শেষে ভারতের খাতায় 2 উইকেট হারিয়ে 88 রান ৷ ওপেনিং জুটি ফেরত যাওয়ার পর ম্যাচের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার ৷ 18 ওভারের শুরুতে লাহিরু কুমারার বলে 34 রান করে আউট হন শ্রেয়স ৷ ম্যাচের ভাগ্য ততক্ষণে প্রায় নির্ধারিত হয়ে গেছে ৷ শেষে আড়াই ওভার বাকি থাকতেই লাহিরু কুমারা শর্ট বলে ছক্কা হাকিয়ে ম্যাচ পকেটে পুড়লেন বিরাট ৷ বিরাটের ব্যক্তিগত সংগ্রহ 17 বলে 30 রান ৷

ভারতীয় একাদশ : শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, নবদীপ সাইনি ও জশপ্রীত বুমরা ৷

শ্রীলঙ্কা একাদশ : রয়েছেন দনুশ্কা গুনতিলকা, অভিষ্কা ফার্নান্ডো, কুশল পেরেরা, ওশাডা ফার্নান্ডো, ভানুকা রাজাপক্ষ, দাসুন শানাকা, ধনঞ্জয় ডি সিলভা, ইসুরু উডানা, ওয়ানিনডু হাসারাঙ্গা, লাহিরু কুমারা ও লাসিথ মালিঙ্গা ৷

Last Updated : Jan 7, 2020, 10:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details