পুনে, 13 অক্টোবর : এতদিন ছিল ব্যক্তিগত রেকর্ডের ছড়াছড়ি । এবার দলের মুকুটে যোগ হল নতুন রেকর্ডের পালক । পুনে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে চুরমার করে দেশের মাটিতে টানা 11 টেস্ট সিরিজ় জয়ের নজির গড়ল ভারত । পাশাপাশি, 100 শতাংশ জয়ের ধারা বজায় রেখে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলের শীর্ষে রইল ভারত ।
প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে 203 রানে হারিয়েছিল ভারত । বিশাখাপটনমে দ্বিতীয় ইনিংসে তিন প্রোটিয়া ব্যাটসম্যানের স্টাম্প ছিটকে দিয়েছিলেন মহম্মদ শামি । তালিকায় ছিলেন তেম্বা বাভুমাও । ভেঙে গেছিল তাঁর উইকেট । পরে ভাঙা স্টাম্প নিয়ে ছবি তুলেছিলেন শামি । সেটা যেন প্রতীকী ছিল । আসলে সেই ছবির মধ্যে ফুটে উঠেছিল দক্ষিণ আফ্রিকার করুণ চিত্রটা । সেই অবস্থাটা আরও করুণ হয়ে উঠল পুনেতে । রীতিমতো ছেলেখেলা করে এক ইনিংস ও 137 রানে প্রোটিয়াদের দুরমুশ করল ভারত । একবারও মনে হয়নি, দুটি দল খেলছে মাঠে । মনে হচ্ছিল, খেলছে ভারত । আর বিরাট,রোহিত, শামিদের দক্ষতার ঝলকানি দেখতে এসেছেন প্রোটিয়ারা । তাও বুমরা ছিলেন না । তাতেই দাঁড়াতে পারলেন না ডু'প্লেসিস, ডি ককরা ।