পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হ্যান্ডসকম্বের সেঞ্চুরি, ৩৫৮ করেও হার ভারতের - cricket

খারাপ ফিল্ডিংয়ের খেসারত। সহজ ক্যচ মিস ও স্টাম্পিং মিস করায় ৩৫৮ করেও হারতে হল ভারতকে। অ্যাশটন টার্নারের অপরাজিত ৮৪ রানের ইনিংসের উপর ভর করে ১৩ বল বাকি থাকতেই মোহালিতে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।

By

Published : Mar 10, 2019, 10:02 PM IST

মোহালি, ১০ মার্চ : খারাপ ফিল্ডিংয়ের খেসারত। সহজ ক্যচ মিস ও স্টাম্পিং মিস করায় ৩৫৮ করেও হারতে হল ভারতকে। অ্যাশটন টার্নারের অপরাজিত ৮৪ রানের ইনিংসের উপর ভর করে ১৩ বল বাকি থাকতেই মোহালিতে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। তার আগে অস্ট্রেলিয়ার হয়ে পিটার হ্যান্ডসকম্ব করেন ১১৭ করেন। তাঁকে যোগ্য সঙ্গত দেন উসমান খোয়াজা। তিনি করেন ৯১। ভারতের হয়ে তিন উইকেন নেন জসপ্রীত বুমরাহ। তবে ৮.৫ ওভারে ৬৩ রান দেন তিনি।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে ৩৫৯ রানের বিশাল টার্গেট দিয়েছিল ভারত। আজ সিরিজ়ের চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন ওপেনার রোহিত শর্মা ও শিখর ধওয়ান। আজ ধওয়ান তাণ্ডব দেখে মোহালি। বিধ্বংসী মেজাজে ছিলেন গব্বর। তাঁকে থামানোর কোনও রাস্তা খুঁজেই পাচ্ছিল না অজ়িরা। ১৮টি চার ও তিনটি ছয়ের সাহায্যে করেন ১৪৩। শেষ পর্যন্ত কামিন্সের বলে আউট হন তিনি। ধওয়ান সেঞ্চুরি করলেও পাঁচ রান দূরেই থেমে যান রোহিত। মূলত ১৯৩ রানের ওপেনিং জুটির উপর ভর করেই বিশাল রান করেন টিম ইন্ডিয়া। ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৩৫৮ রান করে ভারত।

টিম ইন্ডিয়া বড় রান করলেও আজ সেঞ্চুরির হ্যাটট্রিক করতে পারলেন না কোহলি। মাত্র ৭ রানেই আউট হয়ে যান। এদিকে সিরিজ়ের শেষ দুই ম্যাচে বিশ্রামে রয়েছেন ধোনি। তাঁর পরিবর্তে দলে সুযোগ পান ঋষভ পন্ত। শেষের দিকে ২৪ বলে ৩৬ রান করে ভারতকে বড় রান করতে সাহায্য করলেন তিনি। শেষে এসে ১৫ বলে ২৬ রানের ছোটো অথচ দরকারি ইনিংস খেলেন বিজয় শংকর। আর শেষ বলে ছক্কা মেরে সবাইকে চমকে দেন বুমরাহ।

ঋষভ ছাড়াও কোহলি আজকে দলে একাধিক পরিবর্তন আনেন। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে T-20 সিরিজ়ে ব্যাট হাতে সাফল্য পেয়েছিলেন লোকেশ রাহুল। আজ চার নম্বরে অম্বতি রায়ডুর পরিবর্তে দলে ফেরানো হয় তাঁকে। তিনি করেন ৩১ বলে ২৬ রান। মূলত বিশ্বকাপের আগে ওপেনিং ও চার নম্বরে বিকল্প ক্রিকেটার তৈরি রাখতেই রাহুলকে পরখ করে নিতে চেয়েছিল টিম ম্যনেজমেন্ট। পেসার শামির পরিবর্তে আসেন ভুবনেশ্বর কুমার। তবে বুমরাহ-ভুবি-র পেস আক্রমণ অজ়িদের চাপে ফেলতে ব্যর্থ হয়। সেই সঙ্গে স্পিন বিভাগে আজ কুলদীপ ও যুজবেন্দ্র চাহাল দু'জনেই ব্যর্থ। চাহাল দশ ওভারে ৮০ রান দিয়ে নেন এক উইকেট। দশ ওভারে ৬৪ রান দিয়ে এক উইকেট নেন কুলদীপ।

ABOUT THE AUTHOR

...view details