পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মিতালির মাইলস্টোন গড়ার দিন মেয়েদের হার - india vs south africa match

শুক্রবার লখনউয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ের তৃতীয় ম্যাচ ছিল মিতালিদের ৷

মিতালির মাইলস্টোন গড়ার দিন মেয়েদের হার
মিতালির মাইলস্টোন গড়ার দিন মেয়েদের হার

By

Published : Mar 12, 2021, 7:50 PM IST

লখনউ, 12 মার্চ : প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে 10 হাজার রানের ক্লাবে ঢুকেছেন মিতালি রাজ ৷ মিতালির এই মাইলস্টোন গড়ার দিন অবশ্য হারের মুখ দেখতে হল ভারতীয় মহিলা দলকে ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে 6 রানে হারল ওমেন ইন ব্লু ৷

বৃষ্টিতে ম্যাচ বন্ধ যখন বন্ধ হয় তখন 21 বলে 26 রানের প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার ৷ হাতে ছিল ছয়টি উইকেট ৷ বৃষ্টির পর আর খেলা শুরু করা যায়নি ৷ ফলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে 6 রানে দক্ষিণ আফ্রিকাকে জয়ী ঘোষণা করা হয় ৷ এই জয়ে বড় অবদান রাখলেন প্রোটিয়া ওপেনার লিজলি লি ৷ তাঁর অপরাজিত 132 রানের দৌলতে ভারতের দেওয়া 248 রান তাড়া করতে বেগ পেতে হয়নি প্রতিপক্ষকে ৷ দক্ষিণ আফ্রিকা এখন সিরিজ়ে 2-1 তে এগিয়ে ৷

আরও পড়ুন : দশহাজারি রাজ

শুক্রবার লখনউয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ের তৃতীয় ম্যাচ ছিল মিতালিদের ৷ সিরিজের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছিল দল ৷ তবে তৃতীয় ম্যাচে ফের হারের মুখ দেখতে হল ৷ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন প্রোটিয়ারা ৷ সর্বোচ্চ 77 রান করেন পুনম রাউত ৷ অধিনায়ক মিতালি রাজের ব্যাটে আসে 36 রান ৷ নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে 248 রান তোলে ভারত ৷ হারের কারণ হিসেবে বোলারদের দায়ী করেছেন অধিনায়ক মিতালি রাজ ৷ তাঁর মতে, দলের মুখ্য বোলাররা তৃতীয় একদিনের ম্যাচে পুরোপুরি ব্যর্থ ৷ আর এটাই হারের প্রধান কারণ ৷

গত ম্যাচে চারটি উইকেট নিয়েছিলেন বঙ্গ ক্রিকেটার ঝুলন গোস্বামী ৷ আজও দুটি উইকেট ঝুলিতে পোরেন ঝুলন ৷ তবে বাকিরা প্রভাব ফেলতে পারেননি ৷ রাজেশ্বরী গায়কোয়াড় ও দীপ্তি শর্মা একটি করে উইকেট নেন ৷

ABOUT THE AUTHOR

...view details