মুম্বই, 14 জানুয়ারি : ওয়াংখেড়েতে ভারতকে 10 উইকেটে হারাল অস্ট্রেলিয়া । জোড়া শতরান দুই অজ়ি ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের ।
ওয়াংখেড়েতে ক্যাঙারু দাপট, 10 উইকেটে হারল ভারত
মুম্বইয়ে ভারতকে 10 উইকেটে হারিয়ে সিরিজে 1-0 এগিয়ে গেল অস্ট্রেলিয়া
india vs australia
প্রথমে ব্যাট করে 255 রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস । জবাবে ব্যাট করতে নেমে কোনও উইকেট না খুইয়ে প্রয়োজনীয় 256 রান তুলে নেয় অজ়িরা ।
প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের দাপটে ম্যাচে পুরো পঞ্চাশ ওভার খেলতে পারেনি ভারত। এই ভারতই অস্ট্রেলিয়াকে রুখতে পারে ক্রিকেট বিশেষজ্ঞদের এমন জল্পনা উড়িয়ে জয় ছিনিয়ে নিলেন অজ়িরা ৷ পাঁচ ওভারের মধ্যে ৩০ রানে চার উইকেট হারিয়ে মনোবল হারিয়ে ফেলেছিল টিম ইন্ডিয়া ৷ শেষ পর্যন্ত ম্যাচ জিতে যায় অজ়িরা ৷
Last Updated : Jan 15, 2020, 9:27 AM IST