রাঁচি, 21 অক্টোবর : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজ ভারত পকেটে পুরে ফেলেছিল পুনেতেই৷ এবার রাঁচিতে সফরকারী দলকে ফের হারানোর পথে মেন ইন ব্লু ৷ দরকার আর মাত্র দুটো উইকেট৷ তৃতীয় দিনের খেলার শেষে দ্বিতীয় ইনিংসে 132 রানে আট উইকেট হারিয়ে ধুঁকছে প্রোটিয়া শিবির ৷
9 রানে 2 উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা৷ তৃতীয় দিনের শুরু থেকেই উমেশ যাদবের গতি আর রবীন্দ্র জাদেজার স্পিন তছনছ করে দেয় প্রোটিয়া ব্যাটিং লাইন আপ ৷ মাত্র 162 রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ৷ প্রথম ইনিংসে 3টি উইকেট পান উমেশ ৷ দুটি করে উইকেট পেয়েছেন শামি, নাদিম, ও জাদেজা ৷ 235 রানে পিছিয়ে থাকা দক্ষিণ আফ্রিকাকে ফলো অন করান ভারত অধিনায়ক বিরাট কোহলি৷