পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সামিদের দাপটে ইনিংস পরাজয়ের মুখে প্রোটিয়ারা - Ranchi Test

দ্বিতীয় ইনিংসেও ভাগ্য ফেরেনি প্রোটিয়াদের ৷ শুরুতে কুইন্টন ডি কককে ফেরান উমেশ যাদব ৷ এরপর সামির দাপটে 22 রানে 3 উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে প্রোটিয়ারা৷ কখনও উমেশ - সামি, কখনও উমেশ -জাদেজা , কখনও সামি -জাদেজা আর এর মাঝে নাদিম৷ তাঁদের বোলিং আক্রমণ প্রোটিয়াদের মাথা তুলে দাঁড়াতেই দেয়নি ।

ভারত

By

Published : Oct 21, 2019, 7:37 PM IST

Updated : Oct 21, 2019, 8:45 PM IST

রাঁচি, 21 অক্টোবর : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজ ভারত পকেটে পুরে ফেলেছিল পুনেতেই৷ এবার রাঁচিতে সফরকারী দলকে ফের হারানোর পথে মেন ইন ব্লু ৷ দরকার আর মাত্র দুটো উইকেট৷ তৃতীয় দিনের খেলার শেষে দ্বিতীয় ইনিংসে 132 রানে আট উইকেট হারিয়ে ধুঁকছে প্রোটিয়া শিবির ৷

9 রানে 2 উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা৷ তৃতীয় দিনের শুরু থেকেই উমেশ যাদবের গতি আর রবীন্দ্র জাদেজার স্পিন তছনছ করে দেয় প্রোটিয়া ব্যাটিং লাইন আপ ৷ মাত্র 162 রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ৷ প্রথম ইনিংসে 3টি উইকেট পান উমেশ ৷ দুটি করে উইকেট পেয়েছেন শামি, নাদিম, ও জাদেজা ৷ 235 রানে পিছিয়ে থাকা দক্ষিণ আফ্রিকাকে ফলো অন করান ভারত অধিনায়ক বিরাট কোহলি৷

দ্বিতীয় ইনিংসেও ভাগ্য ফেরেনি প্রোটিয়াদের ৷ শুরুতে কুইন্টন ডি কককে ফেরান উমেশ যাদব ৷ এরপর সামির দাপটে 22 রানে 3 উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে প্রোটিয়ারা৷ কখনও উমেশ - সামি, কখনও উমেশ -জাদেজা , কখনও সামি -জাদেজা আর এর মাঝে নাদিম৷ তাঁদের বোলিং আক্রমণ প্রোটিয়াদের মাথা তুলে দাঁড়াতেই দেয়নি ।

জয় থেকে আর মাত্র 2 উইকেট দূরে ভারতীয় দল ৷ চতুর্থ দিনে এই দুই উইকেট নেওয়া এখন সময়ের অপেক্ষা ৷ টানা দুটি টেস্ট সিরিজ আর 4টি টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিমধ্যেই 200 পয়েন্ট পকেটে পুরে নিয়েছে ভারত৷ রাঁচি টেস্ট জিতলে পয়েন্ট বেড়ে হবে 240 ৷

Last Updated : Oct 21, 2019, 8:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details