পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বাংলাদেশের সঙ্গে বৃষ্টিও আজ ভাবাচ্ছে রোহিতদের - রাজকোটে টি 20 ম্যাচ

আজ রাজকোটে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় T-20 ম্যাচ ৷ এই ম্যাচ জিতে সিরিজ়ে সমতা ফেরাতে মরিয়া ভারত ৷ কিন্তু, ভারতের পথে বাধা হতে পারে বৃষ্টিও ৷

সিরিজ়ে সমতা ফেরাতে মরিয়া ভারত

By

Published : Nov 7, 2019, 11:56 AM IST

রাজকোট, 7 নভেম্বর : আজ প্রতিপক্ষ শুধু বাংলাদেশ নয় ৷ T-20 সিরিজ়ে সমতা ফেরানোর ম্যাচে রোহিত শর্মাদের ভাবাচ্ছে বৃষ্টিও ৷ সন্ধ্যা 7টা থেকে ম্যাচ ৷ তার আগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজকোটে ৷

গতকাল সন্ধ্যায় আধ ঘণ্টা বৃষ্টি হয়েছে ৷ তার সঙ্গে ঝোড়ো হাওয়া ৷ ফলে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডের (SCA) আউটফিল্ডে ভিজে ভাব রয়েছে ৷ গতকাল বিকেল থেকে পিচ ঢাকা রয়েছে ৷ আজ ঘূর্ণিঝড় 'মহা' গুজরাত উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ৷ তবে SCA-র আধিকারিকদের আশা, ঘূর্ণিঝড়ের প্রভাব ততটা হবে না ৷

বৃষ্টির পাশাপাশি দলের বোলিং বিভাগ নিয়ে কিছুটা চিন্তায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ দিল্লিতে প্রথম ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে খলিল আহমেদ কোনও প্রভাব ফেলতে পারেননি ৷ তাঁকে পরপর চারটি চার মারেন মুশফিকুর রহিম ৷ বাংলাদেশের বিরুদ্ধে T-20 ম্যাচে প্রথম হারে ভারত ৷ আজ রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে হারলে সিরিজ় খোয়াতে হবে ৷ ফলে কিছুটা চাপে থেকেই আজ মাঠে নামবেন রোহিত শর্মারা ৷

অন্যদিকে, প্রথম ম্যাচে জয়ের পর ভারতের বিরুদ্ধে সিরিজ় জেতার স্বপ্ন দেখছে মুশফিকুর রহিমরা ৷ ভারতের আসার আগে নানা ঝড়-ঝাপটা বয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটের উপর দিয়ে ৷ বুকির কাছ থেকে গড়াপেটার প্রস্তাব পেয়েও ICC-কে না জানানোয় অধিনায়ক শাকিব অল-হাসানকে 2 বছরের জন্য নির্বাসিত করা হয়েছে ৷ ভারতে আসেননি ওপেনার তামিম ইকবাল ৷ এই অবস্থায় মুশফিকুরের ব্যাটে ভর করে আজ রাজকোটে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামবে বাংলাদেশ ৷

ABOUT THE AUTHOR

...view details