লন্ডন, 9 জুন : আজ বিশ্বকাপে কেনিংটন ওভালে ম্যাচ খেলতে নামছে ভারত-অস্ট্রেলিয়া । বিশ্বকাপের আসরে এই দুই দল বার বার মুখোমুখি হয়েছে । যাতে জয়ের নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া । এই বছরের শুরুতে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়ে এসেছিল ভারত । কিন্তু তারপর নিজেদের ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের মুখ দেখেছে ভারত । তবে 2019 বিশ্বকাপের মঞ্চটা একদমই আলাদা । তাই আজ লড়াই হবে সমানে সমানে ।
ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ সহজেই জিতেছে । ব্যাট হাতে রোহিত শর্মা অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়েছেন । অন্যদিকে, বল হাতে যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার ভালো খেলেছেন । এদিকে অস্ট্রেলিয়াও তাদের প্রথম দুটো ম্যাচ জিতেছে । প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে তারা হারিয়ে দিয়েছে উইন্ডিজ়কে । দু'টি দলের কাছেই আজকের ম্যাচ তাদের জয়ের ধারা ধরে রাখার লড়াই ।