পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

লন্ডনে আজ 'এগিয়ে' থাকা অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত - virat kohli

বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে 11বার । যার মধ্যে ভারত জিতেছে মাত্র 3টি ।

অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত

By

Published : Jun 9, 2019, 11:45 AM IST

লন্ডন, 9 জুন : আজ বিশ্বকাপে কেনিংটন ওভালে ম্যাচ খেলতে নামছে ভারত-অস্ট্রেলিয়া । বিশ্বকাপের আসরে এই দুই দল বার বার মুখোমুখি হয়েছে । যাতে জয়ের ‌নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া । এই বছরের শুরুতে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়ে এসেছিল ভারত । কিন্তু তারপর নিজেদের ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের মুখ দেখেছে ভারত । তবে 2019 বিশ্বকাপের মঞ্চটা একদমই আলাদা । তাই আজ লড়াই হবে সমানে সমানে ।

ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ সহজেই জিতেছে । ব্যাট হাতে রোহিত শর্মা অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়েছেন । অন্যদিকে, বল হাতে যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার ভালো খেলেছেন । এদিকে অস্ট্রেলিয়াও তাদের প্রথম দুটো ম্যাচ জিতেছে । প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে তারা হারিয়ে দিয়েছে উইন্ডিজ়কে । দু'টি দলের কাছেই আজকের ম্যাচ তাদের জয়ের ধারা ধরে রাখার লড়াই ।

ভারত যে ভাবে বিশ্বকাপ শুরু করেছে তাতে অনেকটাই স্বস্তিতে থাকবে টিম ম্যানেজমেন্ট । এই বিশ্বকাপ বড় রানের হবে এমনটাই আগাম বার্তা ছিল । কিন্তু প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে দাপটের সঙ্গে বল করেছে ভারতের বোলাররা তাতে ভারতীয় দলের শক্তিশালী দিক হয়ে উঠতে পারে বোলিংই । বিশেষ করে যুজবেন্দ্র চাহালের স্পিন, সঙ্গে বুমরার গতি ।

অবশ্য এই সব হিসেবকে ছাপিয়ে যেতে পারে বিরাট কোহলি বনাম মিচেল স্টার্কের লড়াই । যদিও প্রথম ম্যাচে রান পাননি বিরাট কোহলি (১৮) । তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাটের গড় ৫৩-র ওপরে । অন্য দিকে, মিচেল স্টার্ক উইন্ডিজ়ের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছেন । বুমরা ও ডেভিড ওয়ার্নারের লড়াইও জমে যেতে পারে ব্যাটে-বলে ।

ABOUT THE AUTHOR

...view details