পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

তিরুবনন্তপুরমে 8 উইকেটে জিতে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ানরা - india vs west second t20

তিরুবনন্তপুরমে শিবম দুবেকে তিন নম্বরে ব্যাট করতে পাঠান কোহলি । 30 বলে 54 রান করে অধিনায়কের আস্থার সম্মান রাখেন শিবম ।

Shivam
shivam dube

By

Published : Dec 8, 2019, 8:53 PM IST

Updated : Dec 9, 2019, 12:12 AM IST

তিরুবনন্তপুরম, 8 ডিসেম্বর : তিরুবনন্তপুরমে দ্বিতীয় এক দিনের ম্যাচে ভারতকে 8 উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজ় । ওপেনার লেন্ডল সিমন্সের দুরন্ত 67 রানের ইনিংস ক্যারিবিয়ানদের জয়ের ভিত গড়ে দেয় । আরেক ওপেনার এভিন লিউস করেন 40 রান । প্রথম উইকেটে 73 রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের কাছে পৌঁছে দেন দুই ওপেনার ।

লিউস প্যাভেলিয়নে ফেরার পর হেটমেয়ারকে সঙ্গী করে লড়াই জারি রাখেন সিমন্স । জুটিতে 39 রান যোগ করে আউট হন হেটমেয়ার । এরপর নিকোলাস পুরানের সঙ্গে জুটি বেঁধে ওয়েস্ট ইন্ডিজ়ের জয় নিশ্চিত করেন লেন্ডল সিমন্স ।

এর আগে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক কাইরন পোলার্ড । প্রথমে ব্যাট করে 7 উইকেটে 170 রান তোলে ভারত ।

প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ রোহিত শর্মা । 18 বলে 15 রান করে প্যাভেলিয়নে ফেরেন মুম্বইকর । তিরুবনন্তপুরমে শিবম দুবেকে তিন নম্বরে ব্যট করতে পাঠান কোহলি । 30 বলে 54 রান করে অধিনায়কের আস্থার সম্মান রাখেন শিবম ।

প্রথম ম্যাচে দুরন্ত লড়াই উপহার দেওয়া লোকেশ রাহুল দ্বিতীয় ম্যাচে ব্যর্থ । মাত্র 11 রান করে পিয়েরের বলে আউট হন তিনি । এদিকে ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠা বিরাট কোহলিকে 19 রানে ফেরান কেসরিক উইলিয়ামস ।

Last Updated : Dec 9, 2019, 12:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details