পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

162 রানে শেষ প্রথম ইনিংস , ফলো-অন করতে নেমে চাপে দক্ষিণ আফ্রিকা - রাঁচিতে টেস্ট ম্যাচ

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয়ে যায় 162 রানে ৷ ফলো-অন করতে নেমে চাপে ডু প্লেসিরা ৷

ছবি

By

Published : Oct 21, 2019, 2:41 PM IST

Updated : Oct 21, 2019, 3:32 PM IST

রাঁচি, 21 অক্টোবর : কম আলো আর বৃষ্টির ভ্রুকুটি ৷ তার মধ্যে ভারতীয় বোলাররা রাঁচি টেস্টে দক্ষিণ আফ্রিকাকে দু'বার আউট করতে পারবেন ? এই নিয়ে জল্পনা চলছিল প্রথম দিন থেকে ৷ কিন্তু, গতকাল প্রথম ওভারেই মহম্মদ শামি বুঝিয়ে দেন, তাঁরা প্রস্তুত ৷ তার প্রতিফলন দেখা গেল আজ খেলা শুরুর পর থেকেই ৷ মাত্র 162 রানে শেষ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস ৷ দ্বিতীয় ইনিংসে ফলো অন করতে নেমেও স্বস্তিতে নেই প্রোটিয়া শিবির ৷

প্রথম দিনের মতো গতকালও অনেক আগে খেলা বন্ধ করে দিতে হয় ৷ তখন পাঁচ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ছিল 9 ৷ আজ দিনের খেলা শুরুর পরই দাপট দেখাতে শুরু করেন উমেশ যাদব, শামিরা ৷ ভারতের সেরা স্পিন অস্ত্র রবিচন্দ্রন অশ্বিন একটি উইকেট না পেলেও ভারতীয় বোলারদের দাপটে 162 রানে অল আউট হয়ে যান ফাফ ডু প্লেসিরা ৷

দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ রান জ়ুবায়ুর হামজ়ার ৷ করেন 62 ৷ ভারতের হয়ে উমেশ যাদব তিন উইকেট নেন ৷ দুটি করে উইকেট নেন শামি, জাডেজা ৷ অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে দুটো উইকেট পান শাহবাজ় নাদিম ৷

প্রথম ইনিংসে ভারতের লিড 335 রান ৷ প্রত্যাশিতভাবে দক্ষিণ আফ্রিকাকে ফের ব্যাট করতে পাঠান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ৷ বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি ও কম আলোর কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত ৷

সিদ্ধান্ত যে একেবারে ঠিক, তা ফের বুঝিয়ে দিচ্ছেন শামিরা ৷ ইতিমধ্যে 4 উইকেট হারিয়ে ধুঁকছে দক্ষিণ আফ্রিকা ৷ দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠেছেন শামি ৷ এখনও পর্যন্ত নিয়েছেন তিনটি উইকেট ৷ অন্যটি নিয়েছেন উমেশ ৷

Last Updated : Oct 21, 2019, 3:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details