কলকতা, 22 নভেম্বর : ভারতে প্রথম পিঙ্ক বলের টেস্ট । টসে জিতেছিল বাংলাদেশ । টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মোমিনুল হক । ভারতের প্রথম দিন-রাতের টেস্টের সাক্ষী থাকতে হাজির হয়েছেন দু'দেশের ক্রিকেট তারকারা ৷ রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
-
প্রথম দিনের শেষে 3 উইকেটে ভারতের স্কোর 174 রান ।
-
55 রানে আউট হলেন চেতেশ্বর পূজারা । তবে চেনা ছন্দে ক্রিজে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি ।
-
গোলাপি বলে প্রথম ভারতীয় হিসেবে অর্ধশতরান পূজারার ।
-
অধিনায়ক হিসেবে টেস্টে 5,000 পূরণ কোহলির ।
-
26.2 ওভারের শেষে ভারতের রান দুই উইকেটের বিনিময়ে 104 ৷ ক্রিজে রয়েছেন কোহলি ও পূজারা ৷
-
ইবাদত হোসেনের বলে আউট রোহিত শর্মা । ভারতের দুই ওপেনারই ফিরলেন সাজঘরে ।
-
ভারতীয় ক্রিকেটের কিংবদন্তীদের নিয়ে গল্ফ কার্টে ইডেন পরিক্রমা । রয়েছেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ঝুলন গোস্বামী প্রমুখরা।
চা পানের বিরতিতে ভারতের স্কোর 1 উইকেটে 35 রান ।
ব্যক্তিগত 12 রানে আবু জ়ায়েদের বলে রোহিত শর্মার ক্যাচ ফসকালেন আল-আমিন ।
ভারতের ইনিংসের প্রথম উইকেটের পতন । আল-আমিনের বলে আউট ময়ঙ্ক আগরওয়াল।
মাত্র ১০৬ রানেই অল-উইকেট বাংলাদেশ । শামির বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন আবু জ়ায়েদ ।
ইশান্তের ৫ উইকেট । ক্লিন বোল্ট নইম হাসান । বাংলাদেশ ৯ উইকেটের বিনিময়ে ১০৫ রান ।
ইশান্তের বলে পূজারার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন মেহদি হাসান । ৯৮ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ ।
বাংলাদেশের উইকেটের পতনে ভারতীয় দলের উচ্ছ্বাস । বাংলাদেশের সপ্তম উইকেটের পতন । ইশান্ত শর্মার বলে বোল্ট ইবাদত হোসেন ।
উমেশ যাদবের বলে শাদমান ইসলামের ক্যাচ তালুবন্দি করে ইতিহাসে নাম লেখালেন বঙ্গতনয় ঋদ্ধিমান সাহা । 36 তম ম্যাচে ডিসমিসালের সেঞ্চুরি করলেন ঋদ্ধিমান সাহা । এখনও পর্যন্ত 89 টি ক্যাচ ও 11 স্টাম্প করেছেন ঋদ্ধি । ঋদ্ধিমানের দুঃসাহসিক ক্যাচ বল হাতে 22 গজে আগুন ঝরালেন ভারতের তিন পেসের । ত্রিফলা পেস আক্রমণের সামনে খড়কুটোর মত উড়ে গেল বাংলাদেশের টপ অর্ডার । তিন উইকেট উমেশ যাদবের । ইশান্তের দখলে 2 আর শামির দখলে 1 উইকেট । আগুনে স্পেল উমেশ যাদবের । পিঙ্ক বল টেস্টের প্রথম সেশন ভারতের পকেটে। পেসারদের দাপটে কোনঠাসা বেঙ্গল টাইগাররা । 73 রানে 6 উইকেট হারিয়ে প্রথম সেশন শেষ করল বাংলাদেশ । প্রধানমন্ত্রীর উপস্থিতিও তাতাতে পারেনি বাংলাদেশকে ।বাংলাদেশের প্রথম উইকেটের পতন । ইশান্ত শর্মার বলে লেগ বিফোর উইকেট ইমরুল কায়েস ।ভারত বনাম বাংলাদেশ পিঙ্ক বল টেস্টে ভারতীয় দলের উইকেটের পিছনে বাংলার ঋদ্ধিমান সাহা ।ভারত বনাম বাংলাদেশ পিঙ্ক বল টেস্টে প্রথম বল ব্যাটে ছোঁয়ালেন শাদমান ইসলাম ।ভারত বনাম বাংলাদেশ পিঙ্ক বল টেস্টে প্রথম বল করলেন ইশান্ত শর্মা ।ঘণ্টা বাজিয়ে টেস্টের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।বাংলাদেশের জাতীয় সঙ্গীত । এরপর বাজল আয়োজক হিসেবে ভারতের জাতীয় সংগীত । ইতিহাসের সন্ধিক্ষণে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেনে সেনা বাহিনীর ব্যান্ড দুই দেশের জাতীয় সংগীত বাজায় । বাংলাদেশের একাদশ- শাদমান ইসলাম , মোমিনুল হক, মুশফিকুর রহমান ,লিটন দাস, আবু জয়েদ , এবাদত হোসেন, ইমরুল কায়েস , মহম্মদ মিঠুন , মাহমুদুল্লাহ, নইম হাসান, আল-আমিন হোসেন । ইডেনের পিঙ্কবল টেস্টের ঐতিহাসিক টস । ভারতের একাদশ- ময়ঙ্ক আগরওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাদেজা , রবিচন্দ্রন অশ্বিন , ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ শামি । ইতিহাসের সাক্ষি থাকতে ইডেনে হাজির শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায় । মাঠে দুই দলের সঙ্গে আলাপ সারলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঠে ছিলেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিন তেন্ডুলকর ।