পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

107 রানের টার্গেট পূরণে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া চ্যাম্পিয়ন ভারতের ছোটোরা - asia cup

এশিয়া চ্যাম্পিয়ন হল ভারতের ছোটোরা । বাংলাদেশের বিরুদ্ধে 5 রানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় ভারত ।

107 রানের টার্গেট পূরণে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া চ্যাম্পিয়ন ভারতের ছোটোরা

By

Published : Sep 14, 2019, 5:24 PM IST

Updated : Sep 14, 2019, 5:34 PM IST

কলোম্বো, 14 সেপ্টেম্বর : ভারতের বিরুদ্ধে এশিয়া চ্যাম্পিয়ন হতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের দরকার ছিল মাত্র 107 রান । তবে সেটাও পারল না বাংলাদেশ । ফলে এশিয়া চ্যাম্পিয়ন হল ভারতের ছোটোরা । 101 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ । 5 রানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় ভারত ।

দিনের শুরুটা একেবারেই ভালো হয়নি ভারতীয় দলের । প্রথমে ব্যাট করে মাত্র 106 রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস । শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে দল । দুই ওপেনার সুভেদ পারকার ও অর্জুন আজাদ রান পাননি । একমাত্র, ক্যাপ্টেন ধ্রুব জুরেল কিছুটা লড়াই চালালেন । তাঁর 33 ও শেষের দিকে করণ লালের 37 রানের ইনিংসের সৌজন্যেই ভারত 100 রানের গণ্ডি পেরোয় । শ্বাশত রাওয়াতও করেন 19 রান । এই তিনজন ছাড়া কোনও ভারতীয় ব্যাটসম্যান অবশ্য দুই অঙ্কে পৌঁছাতে পারেননি ।

এত কম রানের পুঁজি নিয়ে এশিয়া কাপ ফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচ জেতা প্রায় অসম্ভব । তবে টিম ইন্ডিয়ার বোলাররা ভরসা জুগিয়ে গেলেন । এত কম রান নিয়েই লড়াই চালালেন আকাশ সিং, অথর্ব আঙ্কোলেকররা । ভারতের 106 রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানরাও শুরু থেকে ধুঁকতে থাকেন । আকাশ সিং ও বিদ্যাধর পাটিল শুরুতেই ধাক্কা দেন বাংলাদেশকে । 12 রান দিয়ে তিন উইকেট পেয়েছেন আকাশ । তবে ম্যাচের মাঝে চোট পেয়ে তাঁকে মাঠ ছাড়তে হয় । তিন উইকেট পেয়েছেন অথর্ব আঙ্কোলেকরও ।

Last Updated : Sep 14, 2019, 5:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details