নাগপুর, ৫ মার্চ : ম্যাচ ঘোরাল বুমরার ২ ওভার। ৪৫ ও ৪৭ ওভারে বল করতে এসে মাত্র ২ রান দিলেন। তুলে নিলেন ২ উইকেট। শেষ ওভারে দুর্দান্ত স্পেল বিজয় শংকরেরও। এই বিজয়কেই মাত্র ১ ওভার বল দিয়েছিলেন কোহলি। শেষ ওভারে কেদার যাদবকে বল করতে ডাকছিলেন। কিন্তু, ধোনির মত ছিল, বল করুক বিজয়। শেষ ওভারে দু'উইকেট তুলে নিলেন তিনিও। হায়দরাবাদের পর নাগপুরের ম্যাচ জিতে ভারত এখন ২-০ ব্যবধানে এগিয়ে।
শুরুটা ছিল অবশ্য কোহলির। ৪০ তম সেঞ্চুরি করলেন। ভারতকে লড়ার মতো লক্ষ্যমাত্রায় নিয়ে গেলেন। শংকরও চেষ্টা করেছিলেন। তবে, অর্ধশতরানের আগেই তাঁকে থেমে যেতে হয়। ধোনি, রোহিত আজ ব্যর্থ। ৯ বছর বাদ গোল্ডেন ডাক ধোনির। অর্থাৎ, প্রথম বলেই শূন্য রানে আউট হলেন। ভারতের লোয়ার অর্ডার ভেঙে পড়ল হুড়মুড়িয়ে। ৫০ ওভার পর্যন্ত ব্যাটিংও করতে পারল না ভারতীয় দল। ৪৮.২ ওভারে ২৫০ করে অলআউট হল কোহলিবাহিনী।