কলকাতা, 1 নভেম্বর : দূষণের কারনে দিল্লির মাটিতে ভারত বনাম বাংলাদেশ প্রথম T20 ম্যাচ হওয়া নিয়ে সংশয় তৈরি হয় । কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বলছেন এব্যাপারে এখন আর কিছু করার নেই । জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চেয়ারম্যান রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠক করে বুধবার গভীর রাতে শহরে ফিরেছেন । গতকাল ইডেনে দাঁড়িয়ে বোর্ড প্রেসিডেন্ট দিল্লিতে ম্যাচ আয়োজন নিয়ে বলেন,"এখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে । কারন আয়োজনের অনেকটাই এগিয়ে গিয়েছে । টিকিট, দর্শক, সব কিছু মাথায় রাখতে হবে । ফলে এখন ম্যাচ বাতিল করা সম্ভব নয় ।"
বিষয়টিতে পরে তিনি যোগ করেছেন, "আমি ম্যাচটি নির্বিঘ্নে হওয়ার ব্যাপারে আশাবাদী । আমি DDTC- র সঙ্গে কথা বলেছি । তারাও ম্যাচ আয়োজন এর ব্যাপারে আশাবাদী । জানি দিওয়ালি পরবর্তী সময়ে দেশের উত্তরাঞ্চলে ম্যাচ আয়োজন কঠিন । তবে আশায় রয়েছি ভালো ভাবে ম্যাচ আয়োজনের ।"