পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রাজনৈতিক মেলবন্ধনের সাক্ষী হতে চলেছে ইডেন - India Bangladesh day-night test in Eden Garden

রাজনৈতিক মেলবন্ধনের সাক্ষী হতে চলেছে ইডেন গার্ডেন্স ৷ ভারত-বাংলাদেশের ম্যাচে উপস্থিত থাকার জন্য BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি, মমতা বন্দ্যোপাধ্যায়, জগদীপ ধনকড় ও শেখ হাসিনাকে ৷ তাঁরা আসবেন বলেই আশাবাদী সৌরভ ৷

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি

By

Published : Nov 2, 2019, 8:39 AM IST

Updated : Nov 2, 2019, 10:15 AM IST

কলকাতা, 2 নভেম্বর : BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে স্মরণীয় হতে চলেছে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ ৷ এখন শুধু সময়ের অপেক্ষা ৷ এই ম্যাচে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ থাকতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ৷

22-26 নভেম্বর দুই দেশের ক্রিকেট অনুরাগীরা এক ঐতিহাসিক দিন রাতের টেস্ট ম্যাচের সাক্ষী হতে চলেছেন ৷ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুযুধান মোদি-মমতা-ধনকড়কে পাশাপাশি আসনে দেখতে পাওয়াটা খুবই তাৎপর্যপূর্ণ ৷

লোকসভা নির্বাচনের পর থেকে মোদি-শাহর সঙ্গে NRC সহ বিভিন্ন ইশু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাত সামনে এসেছে ৷ রাজ্যপালের সঙ্গেও রাজ্য সরকারের দ্বন্দ্ব অব্যাহত ৷ অন্যদিকে, তিস্তা চুক্তি না হওয়ায় আশাহত হয়েছিলেন শেখ হাসিনা ৷ এরকম পরিস্থিতিতে সব ভুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমন্ত্রণে ভারত-বাংলাদেশের খেলার সাক্ষী থাকতে তিনিও উপস্থিত থাকবেন ৷

সাংবাদিক বৈঠকে শেখ হাসিনা বলেন, "এটা প্রধানমন্ত্রী হিসেবে ভারত সফর নয় ৷ সৌরভ বাঙালি ৷ সৌরভ আমন্ত্রণ জানিয়েছেন, তাই যাব ৷" দুই দেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রধান অতিথি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে ৷ সৌরভের আমন্ত্রণ কেউই ফেরাবেন না বলে আশাবাদী ক্রিকেটপ্রেমীরা ৷

Last Updated : Nov 2, 2019, 10:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details