পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রোহিত না মাহমুদুল্লাহ, কার হাতে আজ উঠবে কাপ ?

সিরিজ় নির্ণায়ক ম্যাচে নাগপুরে মুখোমুখি ভারত ও বাংলাদেশ ৷ তিন ম্যাচের T20 সিরিজ়ে একটি করে ম্যাচ জিতেছে দুই দলই ৷ তাই নির্ণায়ক ম্যাচে জয় তুলে সিরিজ় ঘরে তোলাই লক্ষ্য দুই দলের ৷

নাগপুর, 10 নভেম্বর :রবিবার নাগপুরে সিরিজ়ের শেষ T20 ও নির্নায়ক ম্যাচে বাংলাদেশের মুখোমুখি ভারত ৷ প্রথম ম্যাচ জিতে বেঙ্গল টাইগাররা সিরিজ়ে এগিয়ে গেলেও রাজকোটে রোহিতের দুরন্ত ইনিংসের সৌজন্যে সিরিজ়ে সমতায় ফেরে মেন ইন ব্লু-রা ৷ আজ তাই সিরিজ়ের নির্নায়ক ম্যাচ ৷ যে দলই ম্যাচ জিতবে সিরিজ় পকেটে পুরবে তারাই ৷ বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই ভারত সফরে এসেছে বাংলাদেশ ৷ ভাঙাচোরা দল নিয়ে প্রথম ম্যাচেই ভারতকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল মহমুদুল্লাহর দল ৷ দিল্লিতে প্রথম ম্যাচেই মুশফিকুর রহিম দুরন্ত ইনিংস খেলে ম্যাচ শেষ করেছিলেন ৷ অন্যদিকে নিজের কেরিয়ারের প্রথম দুই T20 ম্যাচেই ছাপ রেখেছেন মহম্মদ নইম ৷ আতস কাঁচের তলায় থাকবেন ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ ৷ প্রথম ম্যাচে ব্যাট হাতে ভালো শুরু করলেও তা ধরে রাখতে পারেননি তিনি ৷ উইকেটের পিছনেও তাঁর ভুল নজরে এসেছে ৷ বিশেষত DRS নেওয়ার ব্যাপারে তিনি বেশ কয়েকবার রোহিতকে ভুল পথে চালিত করেছেন ৷ যার খেসারত দিতে হয়েছে ভারতকে ৷ অনভিজ্ঞ পেস বোলিং নিয়ে শুরু করেছিল ভারত ৷ বিশ্রাম দেওয়া হয়েছে প্রথম সারির বোলারদের ৷ কিন্তু সেই সুযোগ কাজে লাগেতে এখনও পর্যন্ত ব্যর্থ দীপক চাহার, খলিল আহমেদরা ৷ একমাত্র যুজবেন্দ্র চহ্বাল দুই ম্যাচেই কিছুটা ধারাবাহিকতা দেখিয়েছেন ৷ প্রথম দুই ম্যাচে সুযোগ পেলেও এখনও পর্যন্ত আহামরি কিছু করতে পারেননি মারকুটে অলরাউন্ডার শিভম দুবে ৷

By

Published : Nov 10, 2019, 10:33 AM IST

নাগপুর, 10 নভেম্বর : T-20 সিরিজ়ের শেষ ম্যাচে আজ নাগপুরে বাংলাদেশের মুখোমুখি ভারত ৷ প্রথম ম্যাচ জিতে বেঙ্গল টাইগাররা সিরিজ়ে এগিয়ে গেলেও রাজকোটে রোহিতের দুরন্ত ইনিংসের সৌজন্যে সিরিজ়ে সমতায় ফেরে মেন ইন ব্লু-রা ৷ আজ তাই সিরিজ়ের নির্ণায়ক ম্যাচ ৷ যে দল ম্যাচ জিতবে সিরিজ় পকেটে পুরবে ৷

শাকিব, তামিমদের ছাড়াই ভারত সফরে এসেছে বাংলাদেশ ৷ ভাঙাচোরা দল নিয়ে প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দেয় মাহমুদুল্লাহর দল ৷ দিল্লিতে প্রথম ম্যাচেই মুশফিকুর রহিম দুরন্ত ইনিংস খেলে ম্যাচ শেষ করেছিলেন ৷ অন্যদিকে নিজের কেরিয়ারের প্রথম দুই T-20 ম্যাচেই ছাপ রেখেছেন মহম্মদ নইম ৷

আজ আতস কাচের তলায় থাকবেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ ৷ প্রথম ম্যাচে ব্যাট হাতে ভালো শুরু করলেও তা ধরে রাখতে পারেননি তিনি ৷ উইকেটের পিছনেও তাঁর ভুল নজরে এসেছে ৷ বিশেষত DRS নেওয়ার ব্যাপারে তিনি কয়েকবার সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি ৷ যার খেসারত দিতে হয়েছে ভারতকে ৷

এই সিরিজ়ে অনভিজ্ঞ পেস বোলিং নিয়ে নেমেছে ভারত ৷ বিশ্রাম দেওয়া হয়েছে প্রথম সারির বোলারদের ৷ কিন্তু সেই সুযোগ কাজে লাগেতে এখনও পর্যন্ত ব্যর্থ দীপক চাহার, খলিল আহমেদরা ৷ একমাত্র যুজবেন্দ্র চহ্বাল দুই ম্যাচেই কিছুটা ধারাবাহিকতা দেখিয়েছেন ৷ প্রথম দুই ম্যাচে সুযোগ পেলেও এখনও পর্যন্ত তেমন কিছু করতে পারেননি মারকুটে অলরাউন্ডার শিবম দুবে ৷

ABOUT THE AUTHOR

...view details