পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিশ্বমানের ক্রিকেটার বিরাট কোহলির কোনও দুর্বলতা নেই, মত মইন আলির

ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বিরাট কোহলিকে নিয়ে তাঁদের কী পরিকল্পনা তা মইন আলিকে জিজ্ঞাসা করা হয় ৷ সেই প্রশ্নের উত্তরে ইংল্যান্ডের এই অলরাউন্ডার বলেন, ‘‘কীভাবে আমরা ওকে (বিরাট কোহলি) আউট করব ? অবশ্য়ই তিনি একজন অসাধারণ খেলোয়াড়, বিশ্বমানের ৷ তিনি ভালো করার জন্য সবসময় মুখিয়ে থাকেন এবং আমি নিশ্চিত অস্ট্রেলিয়ায় তাঁর দল অসাধারণ পারফরম্যান্স করার পর সেই তাগিদটা আরও বেড়ে যাবে ৷"

ind-vs-eng-world-class-virat-kohli-doesnt-have-any-sort-of-weakness-says-moeen-ali
বিরাট কোহলির প্রশংসা মইন আলির

By

Published : Jan 31, 2021, 1:18 PM IST

চেন্নাই, 31 জানুয়ারি : বিশ্বমানের ক্রিকেটার বিরাট কোহলির মধ্য়ে তেমন কোনও দুর্বলতা নেই ৷ এমনটাই মনে করেন ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি ৷ তাঁর মতে, ঘরের মাঠে বিরাট কোহলিকে আউট করা খুবই কঠিন কাজ ৷ 2016 সালে দেশে এবং 2018 সালে ইংল্যান্ড সফরে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় শীর্ষে ছিলেন ভারত অধিনায়ক ৷

ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বিরাট কোহলিকে নিয়ে তাঁদের কী পরিকল্পনা তা মইন আলিকে জিজ্ঞাসা করা হয় ৷ সেই প্রশ্নের উত্তরে ইংল্যান্ডের এই অলরাউন্ডার বলেন, ‘‘কীভাবে আমরা ওকে (বিরাট কোহলি) আউট করব ? অবশ্য়ই তিনি একজন অসাধারণ খেলোয়াড়, বিশ্বমানের ৷ তিনি ভালো করার জন্য সবসময় মুখিয়ে থাকেন এবং আমি নিশ্চিত অস্ট্রেলিয়ায় তাঁর দল অসাধারণ পারফরম্যান্স করার পর সেই তাগিদটা আরও বেড়ে যাবে ৷ আমি জানি না কীভাবে আমরা তাঁকে আউট করব ৷ কারণ, আমার মনে হয় না ওর কোনও দুর্বলতা আছে ৷ কিন্তু, আমাদেরও ভালো বোলিং বিভাগ রয়েছে ৷ সেখানে ভালো পেসারও রয়েছে ৷ বিরাট একজন ভাল মানুষ এবং আমার খুব ভাল বন্ধুও ৷ তবে আমরা ক্রিকেট নিয়ে খুব একটা কথা বলি না ৷’’

সাংবাদিক বৈঠকে নিজের পারফরম্যান্স নিয়ে মইন আলি বলেন, তিনি মনে করেন এখনও তাঁর মধ্যে দলের জন্য ম্যাচ জেতানো পারফরম্যান্স দেওয়ার ক্ষমতা রয়েছে ৷ এবং নিজেকে সফল করতে ছোট ছোট লক্ষ্য় তৈরি করে এগোচ্ছেন বলে জানান মইন ৷ তিনি বলেন, ‘‘আমি এখনও বিশ্বাস করি আমার মধ্য়ে উইকেট নেওয়ার এবং রান করার রসদ রয়েছে এবং দলের হয়ে ম্যাচ জেতানো পারফরম্যান্স করতে পারি ৷ আমার ছোট ছোট লক্ষ্য় রয়েছে এবং আমি সেটা পূরণ করতে চাই ৷ আমি 200 উইকেট সংগ্রহ করার থেকে খুব একটা দূরে নেই ৷ এবং এটা পূরণ করে, পরের লক্ষ্য় স্থির করব ৷’’ প্রসঙ্গত এই মুহূর্তে মইন আলি টেস্টে 181 উইকেট নিয়েছেন ৷

আরও পড়ুন : ভারত-ইংল্যান্ড দ্বৈরথে পাঁচ ধামাকাদার ইনিংস

আগামী 5 ফেব্রুয়ারি থেকে ভারত ও ইংল্যান্ড 4 ম্যাচের টেস্ট সিরিজ, 3 ম্যাচের ওয়ান’ডে এবং 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে ৷ যেখানে প্রথম দু’টি টেস্ট ম্যাচ হবে চেন্নাইয়ে এবং পরের দু’টি টেস্ট ম্যাচ আমেদাবাদে খেলা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details