পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

স্মিথ নিজেই নিজেকে কোচিং করায় : ল্যাঙ্গার

অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের ফর্মে ফেরা সময়ের অপেক্ষা বলে মনে করেন ল্যাঙ্গার। তাঁর কথায়, সিডনিতে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টেই স্মিথ নিজের পুরনো ছন্দ ফিরে পাবেন বলে বিশ্বাস করেন তিনি।

Ind vs Aus I don't coach Smith he coaches himself says Langer
স্টিভ স্মিথ

By

Published : Jan 5, 2021, 3:11 PM IST

সিডনি, 5জানুয়ারি : চলতি বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজে নিজের ফর্মে নেই অস্ট্রেলিয়ান ব্যাটিং 'জায়েন্ট' স্টিভ স্মিথ। এখনও পর্যন্ত দুই টেস্টে মাত্র 10 রান করেছেন তিনি। এই অবস্থায় স্মিথের উপর সম্পূর্ণ আস্থা রাখছেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার। ল্যাঙ্গার বলেন, তিনি স্মিথকে কোচিং করান না। কারণ, স্মিথ নিজেই নিজেকে কোচিং করানোর বলে জানান অজি কোচ।

অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের ফর্মে ফেরা সময়ের অপেক্ষা বলে মনে করেন ল্যাঙ্গার। তাঁর কথায়, সিডনিতে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টেই নিজের পুরনো ছন্দ স্মিথ ফিরে পাবেন বলে বিশ্বাস করেন তিনি। কোচ হিসেবে ল্যাঙ্গার যেমন আত্মবিশ্বাসী, একই সঙ্গে স্টিভ স্মিথের ব্যাটিংয়ের ফ্যান হিসেবেও তাঁর বিশ্বাস রয়েছে ডানহাতি ব্যাটসম্যানের উপর।

প্রসঙ্গত, অ্যাডিলেডে অশ্বিনের বলে দুই ইনিংসেই আউট হন স্মিথ। এমনকি মেলবোর্নে বুমরার বলে লেগ স্টাম্প ছিটকে যায় স্টিভ স্মিথের।

ABOUT THE AUTHOR

...view details