দিল্লি, 25 জুলাই : বর্ডার - গাভাসকর ট্রফির প্রথম ম্যাচ হওয়ার কথা অ্যাডিলেডে ৷ সেই ম্যাচ খেলার আগে 14 দিনের কোয়ারানটিন কাটাতে হবে ভারতীয় দলকে ৷ তাই সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ় বা পাকিস্তানের মতো 26 সদস্যের বিশাল দল পাঠাতে পারে ভারত ৷ এমনটাই মনে করছেন প্রাক্তন নির্বাচক প্রধান এম এস কে প্রসাদ ৷ প্রসাদের মতে এটা একটা ভালো বিকল্প হতে পারে ৷ ইন্ডিয়া A দল ও সিনিয়র ভারতীয় দলকে একত্রে 26 সদস্যের ভারতীয় দলকে একমাসের জন্য অস্ট্রেলিয়া পাঠানো ৷
ইংল্যান্ডে খেলার জন্য 29 সদস্যের দল পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ তার মধ্যে ওয়ানডের বিশেষজ্ঞ ক্রিকেটারও আছে ৷ ইংল্যান্ডে কোরোনা প্রটোকল মানার জন্য 26 সদস্যের দল পাঠায় ওয়েস্ট ইন্ডিজ় ৷
সংবাদ সংস্থা PTI কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রসাদ বলেন, ‘‘ টিম ম্যানেজমেন্ট ও সিনিয়রদের কাছে নতুনদের তৈরি করার সময় থাকছে ৷ এইভাবে অনান্য ক্রিকেটারদেরও দেখে নিতে পারা যাবে যাদের প্রতিভা আছে ৷’’