পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

শুরুতেই উইকেট হারিয়ে চাপে দল, ভরসা সেই বিরাট-পূজারা - ভারত বনাম অস্ট্রেলিয়া দুই উইকেটে 48

India got off to the worst start possible as Starc clean bowled Shaw (0) on the second delivery of the match.

ওভাল
ওভাল

By

Published : Dec 17, 2020, 12:52 PM IST

Updated : Dec 17, 2020, 1:45 PM IST

13:04 December 17

  • টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি ৷

12:36 December 17

দুই ওপেনার ব্যর্থ । এই ম্যাচটি খেলেই দেশে ফিরে আসবেন বিরাট কোহলি । তার আগে আজ দেশের 'রক্ষা' করার দায়িত্ব বিরাটের কাঁধেই ।

অ্যাডিলট, 17 ডিসেম্বর : দিনরাতের টেস্টে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে ভারত ৷ দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল এবং পৃথ্বী শ দুই জনেই ব্যর্থ ৷ এই টেস্ট খেলেই দেশে ফিরবেন কোহলি ৷ তার আগে আজ দেশের মান বাঁচানোর লড়াইয়ে বিরাটের সঙ্গে চেতেশ্বর পূজারা ৷ 

আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন  বিরাট । যদিও শুরুতেই দুই ওপেনার ব্যর্থ । অনেক সুযোগ পেলেও পৃথ্বী সেভাবে এখনও দল বা দেশকে যে ভরসা দিতে পারছেন না, তা এদিন আরও একবার প্রমাণিত হয়ে গেল । আজ কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরে যান শ । 40 বল খেললেও 17 রানের বেশি করতে পারননি অপর ওপেনার ময়াঙ্ক আগরওয়াল । নৈশভোজের পর খেলা শুরু হলে শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের স্কোর 2 উইকেটে 88 ।  

দুই ওপেনার ব্যর্থ ৷ তবে, ম্যাচ শুরুর আগে পৃথ্বী শ না শুভমন গিল তা নিয় প্রশ্ন কিন্তু উঠেছিল ৷ প্রস্তুতি ম্যাচেও ভালো ব্যটিং করেছিলেন শুভমন ৷ তার পরও শুভমনের পরিবর্তে পৃথ্বীকেই বেছে নেন বিরাট ৷ এছাড়া আর এক ফর্মে থাকা ক্রিকেটার লোকেশ রাহুলকেও প্রথম একাদশে বাইরে রাখেন ভারত অধিনায়ক ৷ তাই দ্রুত দুই ওপেনারকে হারিয়ে এখন যাবতীয় দায়িত্ব বিরাট ও পূজারার কাঁধে ৷     

Last Updated : Dec 17, 2020, 1:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details