- টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি ৷
শুরুতেই উইকেট হারিয়ে চাপে দল, ভরসা সেই বিরাট-পূজারা - ভারত বনাম অস্ট্রেলিয়া দুই উইকেটে 48
India got off to the worst start possible as Starc clean bowled Shaw (0) on the second delivery of the match.
13:04 December 17
12:36 December 17
দুই ওপেনার ব্যর্থ । এই ম্যাচটি খেলেই দেশে ফিরে আসবেন বিরাট কোহলি । তার আগে আজ দেশের 'রক্ষা' করার দায়িত্ব বিরাটের কাঁধেই ।
অ্যাডিলট, 17 ডিসেম্বর : দিনরাতের টেস্টে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে ভারত ৷ দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল এবং পৃথ্বী শ দুই জনেই ব্যর্থ ৷ এই টেস্ট খেলেই দেশে ফিরবেন কোহলি ৷ তার আগে আজ দেশের মান বাঁচানোর লড়াইয়ে বিরাটের সঙ্গে চেতেশ্বর পূজারা ৷
আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট । যদিও শুরুতেই দুই ওপেনার ব্যর্থ । অনেক সুযোগ পেলেও পৃথ্বী সেভাবে এখনও দল বা দেশকে যে ভরসা দিতে পারছেন না, তা এদিন আরও একবার প্রমাণিত হয়ে গেল । আজ কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরে যান শ । 40 বল খেললেও 17 রানের বেশি করতে পারননি অপর ওপেনার ময়াঙ্ক আগরওয়াল । নৈশভোজের পর খেলা শুরু হলে শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের স্কোর 2 উইকেটে 88 ।
দুই ওপেনার ব্যর্থ ৷ তবে, ম্যাচ শুরুর আগে পৃথ্বী শ না শুভমন গিল তা নিয় প্রশ্ন কিন্তু উঠেছিল ৷ প্রস্তুতি ম্যাচেও ভালো ব্যটিং করেছিলেন শুভমন ৷ তার পরও শুভমনের পরিবর্তে পৃথ্বীকেই বেছে নেন বিরাট ৷ এছাড়া আর এক ফর্মে থাকা ক্রিকেটার লোকেশ রাহুলকেও প্রথম একাদশে বাইরে রাখেন ভারত অধিনায়ক ৷ তাই দ্রুত দুই ওপেনারকে হারিয়ে এখন যাবতীয় দায়িত্ব বিরাট ও পূজারার কাঁধে ৷