পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তান ক্রিকেটের সম্প্রচার থেকে সরল IMG-রিলায়েন্স - Pakistan Super League

পাকিস্তানের ঘরোয়া T-20 ফ্র্যাঞ্চাইজ়ি লিগ PSL - এর ভারতে সম্প্রচারের স্বত্ব পেয়েছিল IMG-রিলায়েন্সের মালিকানাধীন "ডিস্পোর্টস"। কিন্তু পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পর তারা T-20-র সম্প্রচার থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

ফোটো সৌজন্যে Twitter/@thePSLt20

By

Published : Feb 18, 2019, 1:10 PM IST

মুম্বই, ১৮ ফেব্রুয়ারি : পাকিস্তানের ঘরোয়া T-20 ফ্র্যাঞ্চাইজ়ি লিগ PSL - এর ভারতে সম্প্রচারের স্বত্ব পেয়েছিল IMG-রিলায়েন্সের মালিকানাধীন "ডিস্পোর্টস"। কিন্তু পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় প্রায় ৪০ জন CRPF জওয়ানের মৃত্যুর পর তারা T-20-র সম্প্রচার থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনাটি দুঃখজনক। সেই প্রেক্ষিতে সংস্থাটি PSL-এর সম্প্রচার থেকে সরে এল বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা শোহেব শেখ এবং কামিল খানের কাছে মেল পাঠিয়েছে মুকেশ অম্বানির সংস্থাটি।

কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ইতিমধ্যে দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ। ভারতজুড়ে তাই পাকিস্তানের বিরুদ্ধে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ। এরই অংশ হিসেবে ডিস্পোর্টসের এমন সিদ্ধান্ত।

গতকাল রাত থেকে PSL-এর খেলা দেখাচ্ছে না চ্যানেলটি। লাহোর কালান্দার্স ও করাচি কিংসের ম্যাচ দেখা যায়নি টিভিতে। ভারতে এই ম্যাচগুলির সম্প্রচার স্বত্ব শুধু "ডিস্পোর্টস"-এর কাছে রয়েছে। তাই তারা সরে দাঁড়ানোয় আপাতত ভারতে ওই খেলাগুলির কোনও সম্প্রচার হচ্ছে না।

এদিকে PSL-এর খবর দেওয়া বন্ধ করে দিয়েছে ভারতের ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ়। ইতিমধ্যে তারা এই টুর্নামেন্ট সংক্রান্ত যে সমস্ত খবর দিয়েছিল, তা মুছে দিয়েছে তাদের ওয়েবসাইট থেকে।

ABOUT THE AUTHOR

...view details