পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

প্রথমবার বিশ্বসেরার স্বাদ পেতে লর্ডসে লড়াই ইংল্যান্ড-নিউজ়িল্যান্ডের

এর আগে বিশ্বকাপ ফাইনালে খেললেও ট্রফি জেতেনি তারা । প্রথমবারের জন্য কাপ জিতে ইতিহাস গড়তে চলেছে কোন দল, তা জানতে অপেক্ষা করতে হবে আর কয়েক ঘণ্টা।

প্রথমবার বিশ্বসেরার স্বাদ পেতে লর্ডসে লড়াই ইংল্যান্ড-নিউজ়িল্যান্ডের

By

Published : Jul 14, 2019, 6:24 AM IST

লন্ডন, 14 জুলাই : প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পেতে লর্ডসের বাইশ গজে আজ নামবে ইংল্যান্ড ও নিউজ়িল্যান্ড । এর আগে বিশ্বকাপ ফাইনালে খেললেও ট্রফি জেতেনি তারা । প্রথমবারের জন্য কাপ জিতে ইতিহাস গড়তে চলেছে কোন দল, তা জানতে অপেক্ষা করতে হবে আর কয়েক ঘণ্টা।

ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম সেমিফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে উঠেছে নিউজ়িল্যান্ড । ভারতের বিরুদ্ধে মাত্র 239 রান তুলেও বোলারদের দাপটে ফাইনালের টিকিট পেয়ে যায় উইলিয়ামসনরা । ট্রেন্ট বোল্টের আগুনে বোলিং, অধিনায়ক কেন উইলিয়ামসন ও অভিজ্ঞ রস টেলরের ব্যাটে ভর করে ভারতকে ছিটকে দেয় তারা । বিরাটদের 18 রানে হারিয়ে ফাইনালে পৌঁছায় ব্ল্যাক ক্যাপসরা ।

2015 বিশ্বকাপ ফাইনাল খেললেও MCG-র বাইশ গজে খেতাবের লড়াইয়ে আয়োজক অস্ট্রেলিয়ার কাছে হার মেনেছিল কিউয়িরা । এবারও তাদের খেতাব জয়ের সামনে আরও এক আয়োজক দেশ । ইংল্যান্ড ।

এর আগে তিনবার ফাইনালে খেললেও এখনও বিশ্বজয়ের স্বাদ পায়নি ইংল্যান্ড । 1979, 1987 ও 1992-র পর ফের বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড । এজবাস্টনে দ্বিতীয় সেমিফাইনালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে 27 বছর পর ফের বিশ্বকাপ ফাইনালে উঠেছে তারা ।

বিশ্বকাপ শুরুর আগেই মর্গ্যানদের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ধরে নিয়েছিলেন বিশেষজ্ঞদের একাংশ। । ইংল্যান্ড প্রতিযোগিতার গোড়া থেকেই ফেভারিট ছিল। কেন তাদের সম্ভাব্য চ্যাম্পিয়ন ধরা হচ্ছে, তার প্রমাণ তারা সেমিফাইনালে দিতে পেরেছে ভালোভাবেই । নিউজ়িল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের ছাড়পত্র পেয়েছিল ইংল্যান্ড । রবিবারও লর্ডসে ফেভারিট হিসেবে মাঠে নামবেন মর্গ্যানরা ।

ABOUT THE AUTHOR

...view details