দুবাই, 2 মার্চ: আইসিসি সম্প্রতি মহিলা ক্রিকেটারদের একদিনের র্যাঙ্কিং প্রকাশ করেছে। সেই তালিকায় সমগ্র বিশ্বে নিজের নবম স্থান ধরে রাখলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। আজ, মঙ্গলবার এই তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে মিতালি তাঁর নিজের স্থান ধরে রাখলেও দুই ধাপ নেমে গিয়েছেন ভারতীয় মহিলা ওপেনার স্মৃতি মন্ধনা।
একদিনের আইসিসি র্যাঙ্কিংয়ে নিজের স্থান ধরে রাখলেন মিতালি রাজ - আইসিসি
আইসিসি মহিলা ক্রিকেটারদের ওডিআই র্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় সমগ্র বিশ্বে নিজের নবম স্থান ধরে রাখলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। দুইধাপ নেমে গিয়েছেন ভারতীয় মহিলা ওপেনার স্মৃতি মান্ধানা।
Mithali Raj
ইংল্যান্ড মহিলা দলের ওপেনার ট্যামি বিউমন্ট নিউজ়িল্যান্ড সিরিজে ভালো খেলায় পাঁচ ধাপ এগিয়ে গিয়েছেন তিনি। সেকারণেই দুই ধাপ নেমে গিয়েছেন মন্ধনা। তিনি এখন রয়েছেন ছয় নম্বর স্থানে।
পাশাপাশি বোলিং র্যাঙ্কিংয়ে ঝুলন গোস্মামী পঞ্চম, পুনম যাদব ষষ্ঠ, শিখা পাণ্ডে সপ্তম এবং দীপ্তি শর্মা দশ নম্বর স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন। বিউমন্ট তাঁর 12 বছরের কেরিয়ারে এই প্রথম এক নম্বর স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন।
Last Updated : Mar 3, 2021, 9:01 PM IST