পোচেস্ট্রুম, 9 ফেব্রুয়ারি : নাটকীয় অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ৷ প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠেই চারবারের চ্যাম্পিয়নদের হারিয়ে কাপ ঘরে তুলল বাংলাদেশ ৷ এমনকী টুর্নামেন্টে অপরাজিত থেকে ট্রফি জয়ের নজিরও গড়ে ফেলল বাংলাদেশের যুব দল ৷ কিন্তু ম্যাচ শেষে ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা ৷ বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়লেন দুই দলের ক্রিকেটাররা ৷
রবিবাসরীয় ফাইনালে শুরু থেকেই ছিল উত্তেজনা ৷ ম্যাচের পরিবেশও ছিল উত্তপ্ত ৷ টসে জিতে বোলিং নেয় বাংলাদেশ ৷ শুরু থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের স্লেজ়িং করতে দেখা যায় বাংলাদেশের বোলারদের ৷ জবাব দেন ভারতীয়রাও ৷ বাংলাদেশের ব্যাটিংয়ের সময় পালটা স্লেজ়িং করেন ভারতীয় বোলাররাও ৷ তার সঙ্গে একের পর এক বাউন্সার আছড়ে পরে বাংলাদেশের ব্যাটসম্য়ানদের উদ্দেশ্যে ৷
তবে উত্তেজনার সীমা ছাড়িয়ে যায় ম্যাচের শেষে ৷ অভিযোগ, বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম আপত্তিকর শব্দ ব্যবহার করতে থাকেন ৷ বোলিং করার সময়ও প্রায় প্রতিটি বলের পরেই স্লেজ়িং করছিলেন তিনি ৷
জয় পেতেই মাঠে নেমে পড়েন বাংলাদেশি ক্রিকেটাররা ৷ কয়েকজনকে বিভিন্ন অঙ্গভঙ্গি করতে দেখা যায় ৷ এরপরই বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন দুই দলের ক্রিকেটাররা ৷ ভারতীয় কোচ পরস মামরেকে দেখা যায় ক্রিকেটারদের শান্ত করতে ৷ এই ঘটনার পর টুইটারে ক্ষোভ প্রকাশ করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিষাণ সিং বেদি ৷ বাক-বিতণ্ডার ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘‘ অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনালে ভারত-বাংলাদেশ ক্রিকেটাররা বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়লেন ৷ আমরা ক্রিকেটাররা বা কর্তারা কবে খেলার ভাবমূর্তির ব্যাপারে ভেবেছি?’’
তবে পরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলি ৷ বলেন, ‘‘যা হল তা সত্যিই দুর্ভাগ্যজনক ৷ আমাদের ক্রিকেটাররা আবেগপ্রবণ হয়ে পড়েছিল ৷ তবে ভারতকে অভিনন্দন জানাতে চাই ৷’’