পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অনূর্ধ্ব 19 ফাইনাল : পরিসংখ্যানের বিচারে এগিয়ে ভারত - অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত ও বাংলাদেশ

অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত ও বাংলাদেশ ৷ পরিসংখ্য়ানের বিচারে অনেক এগিয়ে ভারত ৷

image
মুখোমুখি ভারত ও বাংলাদেশ

By

Published : Feb 9, 2020, 4:14 PM IST

থচেসস্ট্রুম, 9 ফেব্রুয়ারি : টুর্নামেন্টে অপরাজিত থেকেই ফাইনালে পৌঁছেছে দুই দল ৷ সেমি ফাইনালে ভারত হারিয়েছে চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানকে ৷ অন্যদিকে বাংলাদেশ নিউজ়িল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে প্রথম বারের জন্য অনূর্ধ্ব 19 ফাইনালে পৌঁছেছে ৷ ফাইনালে ভারতের লড়াই খেতাব ধ়রে রাখার তো বাংলাদেশের লড়াই প্রথম বারের জন্য খেতাব ঘরে তোলা ৷ কিন্তু পরিসংখ্যান বলছে বিশ্বকাপের ময়দানে বাংলাদেশের থেকে অনেক এগিয়ে ভারত ৷

এখনও পর্যন্ত 23 বার মুখোমুখি হয়েছে দুই দল ৷ যার মধ্যে মেন ইন ব্লুরা 18টি তেই জয় তুলে নিয়েছে ৷ অন্যদিকে বাংলাদেশ জিতেছে 3টি ম্যাচ ৷ দুটি ম্যাচে বৃষ্টির জন্য খেলা হয়নি ৷ বিশ্বকাপের মঞ্চে চার বার সাক্ষাৎ হয়েছে দুই দলের ৷ ভারত জিতেছে 3 বার ৷
এবার নিয়ে মোট 7 বারের জন্য বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত ৷ অন্যদিকে তাদের প্রথম ফাইনাল খেলতে নেমেছে বাংলাদেশ ৷

ভারতের অনূর্ধ্ব 19 দল এশিয়া কাপের ফাইনালেও হারিয়েছে বেঙ্গল টাইগারদের ৷ 2019-র ফাইনালে ভারত পাঁচ রানে জেতে ৷

এক নজরে বিশ্বকাপের মঞ্চে দুই দল-
1) অনূর্ধ্ব 19 বিশ্বকাপ, 2000, ভারত 122 রানে জয়ী ৷
2) অনূর্ধ্ব 19 বিশ্বকাপ, 2002, বাংলাদেশ 2 উইকেটে জয়ী৷
3) অনূর্ধ্ব 19 বিশ্বকাপ, 2004, ভারত 131 রানে জয়ী ৷
4) অনূর্ধ্ব 19 বিশ্বকাপ, 2018, ভারত 131 রানে জয়ী ৷

ABOUT THE AUTHOR

...view details