পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণে CEC-র বৈঠক ডাকল ICC - Corona virus pandemic

BCCI, ক্রিকেট অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড সহ বেশ কিছু বোর্ড ICC-কে টেস্ট চ্যা্ম্পিয়নশিপ এবং ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ বা ওয়ানডে লিগ বাতিল করার প্রস্তাব দিয়েছে ।

ICC
ICC

By

Published : Apr 20, 2020, 5:38 PM IST

দুবাই, 20 এপ্রিল: কোরোনা ভাইরাসের দাপটে স্তব্ধ ক্রীড়াঙ্গন । কবে মাঠে বল গড়াবে তা কেউ জানে না । এই অনিশ্চয়তার মধ্যেই চিফ এক্সিকিউটিভ কমিটির বৈঠক ডাকল ICC । ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে 23 এপ্রিলের সেই বৈঠকে স্থগিত হয়ে যাওয়া সিরিজ়গুলি নিয়ে আলোচনা হবে । বৈঠকে উপস্থিত থাকবেন CEO মনু সাহানে সহ ICC-র 12টি পূর্ণ সদস্য দেশ এবং তিন সহযোগী প্রতিনিধি দেশ ।

কোরোনা ভাইরাসের কারণে বেশ কিছু নির্ধারিত সিরিজ় বাতিল হয়েছে । কিছু সিরিজ় মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছে । যা পরিস্থিতি তাতে অদূর ভবিষ্যতে সব ক্রিকেট সূচিই হয়তো বাতিল করতে হবে । এই অবস্থায় BCCI, ক্রিকেট অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড সহ বেশ কিছু বোর্ড ICC-কে টেস্ট চ্যা্ম্পিয়নশিপ এবং ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ বা ওয়ানডে লিগ বাতিল করার প্রস্তাব দিয়েছে । আগামী দুবছর ধরে এই ওয়ানডে লিগ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ চলার কথা ছিল । সেসব বাতিল করে ICC-কে নতুনভাবে ফিউচার টুর প্রোগ্রাম সাজানোর আহ্বান করেছে বোর্ডগুলো ।

বেশ কয়েক সপ্তাহ আগে ICC-র সঙ্গে ক্রিকেট বোর্ডগুলোর এই বিষয়ে আলোচনা হয়েছে । মনে করা হচ্ছে স্থগিত এবং বাতিল হয়ে যাওয়া সিরিজ়গুলোর ভবিষ্যৎ চূড়ান্ত করতেই CEC-র বৈঠক ডেকেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা । স্থগিত হয়ে যাওয়া সিরিজ়গুলি পুনরায় শুরু করা যায় কি না তা নিয়ে আলোচনা হবে বৈঠকে । অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ICC মেনস টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details