পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোহলি-স্মিথকে পিছনে ফেলে টেস্টে এক নম্বর নিউজিল্যান্ডের উইলিয়ামসন - কোহলি-স্মিথকে পিছনে ফেলে টেস্টে এক নম্বর নিউজিল্যান্ডের উইলিয়ামসন

2015 সালে কিছু সময়ের জন্য টেস্ট ক্রিকেটে এক নম্বর স্থানে গিয়েছিলেন উইলিয়ামসন। কিন্তু স্মিথ-কোহলি এর পর থেকে এক নম্বর জায়গা দখল করে রেখেছেন। 2020 সালে স্মিথ 313 দিন ও কোহলি 51 দিন টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যনদের তালিকায় শীর্ষে অবস্থান করেছেন।

ICC Test Rankings: Williamson overtakes Smith and Kohli to become No.1
কোহলি-স্মিথকে পিছনে ফেলে টেস্টে এক নম্বর নিউজিল্যান্ডের উইলিয়ামসন

By

Published : Dec 31, 2020, 1:06 PM IST

হায়দরাবাদ, 31 ডিসেম্বর :টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বর স্থানে উঠে এলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। পিছনে ফেললেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে। গত চার বছরে প্রথমবার এমন ঘটনা ঘটল, যখন স্মিথ বা কোহলি কেউই টেস্ট ক্রিকেটের ব্যাটিং তালিকায় এক নম্বরে জায়গা করে নিতে পারলেন না। আর এই কৃতিত্ব অর্জন করার পিছনে পাকিস্তানের বিরুদ্ধে উইলিয়ামসনের পারফরম্যান্স। পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে উইলিয়ামসন 129 রান করেন। দ্বিতীয় ইনিংসে 21 রান করেন তিনি।

2015 সালে কিছু সময়ের জন্য টেস্ট ক্রিকেটে এক নম্বর স্থানে গিয়েছিলেন উইলিয়ামসন। কিন্তু স্মিথ-কোহলি এর পর থেকে এক নম্বর জায়গা দখল করে রেখেছেন। 2020 সালে স্মিথ 313 দিন ও কোহলি 51 দিন টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যনদের তালিকায় শীর্ষে অবস্থান করেছে।

আরও পড়ুন:দু’জনেই ক্লাস ক্রিকেটার, দুটি টেস্টে স্মিথের থেকে এগিয়ে অশ্বিন : সচিন

বছরের শেষে এই তালিকা প্রকাশের সময় নিউজিল্যান্ড ও পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ভারত এবং শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের পর করা হয়। উইলিয়ামসন ভালো পারফর্ম করলেও স্মিথ ভারতের বিরুদ্ধে দুই ইনিংসে 0 ও 8 রান করেন। আর কোহলি দ্বিতীয় টেস্টে খেলেননি। তিনি আপাতত পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। আগামী বছরের গোড়ায় তাঁর ও অনুষ্কার প্রথম সন্তান জন্ম নেওয়ার কথা।

ABOUT THE AUTHOR

...view details