হায়দরাবাদ, 31 ডিসেম্বর :টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বর স্থানে উঠে এলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। পিছনে ফেললেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে। গত চার বছরে প্রথমবার এমন ঘটনা ঘটল, যখন স্মিথ বা কোহলি কেউই টেস্ট ক্রিকেটের ব্যাটিং তালিকায় এক নম্বরে জায়গা করে নিতে পারলেন না। আর এই কৃতিত্ব অর্জন করার পিছনে পাকিস্তানের বিরুদ্ধে উইলিয়ামসনের পারফরম্যান্স। পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে উইলিয়ামসন 129 রান করেন। দ্বিতীয় ইনিংসে 21 রান করেন তিনি।
2015 সালে কিছু সময়ের জন্য টেস্ট ক্রিকেটে এক নম্বর স্থানে গিয়েছিলেন উইলিয়ামসন। কিন্তু স্মিথ-কোহলি এর পর থেকে এক নম্বর জায়গা দখল করে রেখেছেন। 2020 সালে স্মিথ 313 দিন ও কোহলি 51 দিন টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যনদের তালিকায় শীর্ষে অবস্থান করেছে।