মুম্বই, 17 ফেব্রুয়ারি : সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ৷ ব্যাটসম্যানদের তালিকায় 9 ধাপ এগিয়ে 14 তম স্থানে উঠে এলেন রোহিত শর্মা ৷ তবে কেরিয়ারের সর্বোচ্চ 10 নম্বর স্থানে এসেছিলেন 2019 সালের অক্টোবরে ৷ সেবার রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিশতরান করেছিলেন তিনি ৷
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে 6 নম্বর স্থানে থাকা ইংল্যান্ড পেসার স্ট্রুয়ার্ট ব্রডের থেকে মাত্র 3 পয়েন্ট দূরে রবিচন্দ্রন অশ্বিন ৷ বর্তমানে তিনি আছেন সপ্তম স্থানে ৷ অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা নিউজ়িল্যান্ডের নেল ওয়েঙ্গারের থেকে পয়েন্ট ব্যবধান কমালেন অশ্বিন ৷ বর্তমানে নেলের থেকে 21 পয়েন্ট দূরে আছেন অশ্বিন ৷ দ্বিতীয় টেস্টে 8টি উইকেট নিয়েছেন অশ্বিন ৷