লন্ডন, 18 জুলাই : জ়িম্বাবোয়ে ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করে দিল ICC । আজ ক্রিকেট নিয়ামক সংস্থার বার্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জ়িম্বাবোয়ে ক্রিকেট বোর্ডে সেদেশের সরকারের হস্তক্ষেপের জেরেই এই পদক্ষেপ ।
জ়িম্বাবোয়ে ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড ICC-র - Zimbabwe Cricket Board
টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্ব শুরু হওয়ার আগেই জ়িম্বাবোয়ে ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করল ICC ।
জ়িম্বাবোয়ের সরকার সেদেশের ক্রিকেট প্রশাসনে হস্তক্ষেপ করছে এমন অভিযোগ ছিল । ICC-র তরফে নির্দেশ দেওয়া হয়েছিল জ়িম্বাবোয়ে ক্রিকেট বোর্ড যেন সেদেশের সরকারকে হস্তক্ষেপ করতে নিষেধ করে । যদিও ICC-র এই নির্দেশ মানা হয়নি । জ়িম্বাবোয়ে 2.4C এবং 2.4D - ICC-র এই দুটি ধারাকে অমান্য করেছে । এই অভিযোগেই জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সাসপেনসন ।
জ়িম্বাবোয়ে ক্রিকেট বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী তিন মাসের মধ্যে একটি নিরপেক্ষ বোর্ড গঠন করার এবং প্রয়োজনীয় পদক্ষেপ করার । ICC সূত্রে খবর, তাদের পরবর্তী সভায় খতিয়ে দেখা হবে জ়িম্বাবোয়ে এইসব নির্দেশ মেনেছে কি না । কিছুদিনের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্ব রয়েছে । আজকের নিষেধাজ্ঞার ফলে সেই পর্বে জ়িম্বাবোয়ের অংশগ্রহণ নিয়ে সংশয় তৈরি হয়ে গেল ।