দিল্লি, ২৬ মে- কোরোনা ছড়িয়ে পড়ায় অনান্য খেলার মতো ক্রিকেটও ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ প্রায় তিন মাস হয়ে গেল কোনও ক্রিকেট ম্যাচ খেলা হয়নি ৷ কিন্তু অর্থনৈতিক দিকটি ভেবে দেখে, ICC আপ্রাণ চেষ্টা করছে মাঠে ক্রিকেট ফেরানোর জন্য ৷ মাঠে ক্রিকেট ফেরানোর লক্ষ্য নিয়ে সম্প্রতি ICC ব্যাক টু ক্রিকেট গাইড প্রকাশ করেছে ৷
গাইডলাইনে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে কারও ব্যক্তিগত ও সম্প্রদায়ের স্বাস্থ্য নিয়ে আপস করা হবে না ৷ এবং সরকারের সমস্ত নির্দেশিকা মেনে চলতে হবে ৷ গাইড লাইনে আরও বলা হয়েছে, কোনও সিরিজ খেলতে গেলে প্রথম ম্যাচ শুরুর আগে বাধ্যতামূলক 14 দিনে কোয়ারানটিনে থাকতে হবে ৷
ICC গাইডলাইন প্রকাশ করার সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে প্রাক্তন ক্রিকেটারদের থেকে প্রতিক্রিয়া আসতে থাকে ৷ প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান বলেন, ‘‘যদি টিমকে 14 দিনের কোয়ারানটিনে যেতে হয় এবং COVID-19 এর টেস্ট করা হয়, তাতে আমার কোনও অসুবিধা নেই ৷ কিন্তু তারপরও ম্যাচের সময় যদি ক্রিকেটারদের আরও গাইড লাইন মানতে হয়, তাহলে তুমি বিষয়টি জটিল করছ ৷ তাহলে কোয়ারানটিনের কোনও মানে হয় না ৷’’