দুবাই, 27 জুলাই : পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ 2023-র যোগ্যতা নির্ণয় করার জন্য নতুন সুপার লিগ আনতে চলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ( ICC ) ৷ সোমবার এই নতুন লিগের কথা ঘোষণা করে ICC ৷ নতুন লিগের প্রথম ম্যাচ হতে চলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যে ৷
নতুন টুর্নামেন্টে খেলবে 13 টি দল ৷ তার মধ্যে ICC -র পূর্ণ সদস্যের 12 টি দেশ ও 2015-17 বিশ্ব ক্রিকেট সুপার লিগজয়ী নেদারল্যান্ড খেলবে ৷ সুপার লিগে প্রত্যেকটি দেশ 4টি হোম ও 4টি করে অ্যাওয়ে ভিত্তিতে 3 ম্যাচের সিরিজ় খেলবে ৷ নতুন এই টুর্নামেন্টের প্রথম 7টি দল সরাসরি ভারতে অনুষ্ঠিত হতে চলা 2023 বিশ্বকাপে অংশগ্রহণ করবে ৷
বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার জেনেরাল ম্যানেজার জিওফ অ্যালারডাইস বলেন, ‘‘ ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যে দিয়ে ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ শুরু করতে পেরে আমরা আনন্দিত ৷ লিগটি যেহতু ক্রিকেট বিশ্বকাপ 2023-র যোগ্যতা নির্ণয় করবে তাই আগামী তিন বছর ওয়ানডে ক্রিকেটে এই নতুন টুর্নামেন্টের প্রাসঙ্গিকতা আনবে ৷ ক্রিকেট সুপার লিগ ক্রিকেটপ্রেমীদের আরও আনন্দ দেবে ৷’’