দুবাই, 11 ফেব্রুয়ারি : অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ফাইনালে জেন্টেলম্যানস গেম ক্রিকেটের গায়ে কালি লেগেছে ৷ ম্যাচের পর উত্তপ্ত বাক্য বিনিময়, ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে ভারত ও বাংলাদেশের ক্রিকেটাররা ৷ যার জেরে ICC-এর শাস্তির মুখে পড়ল পাঁচ ক্রিকেটার ৷ যার মধ্যে রয়েছে ভারতের দু'জন এবং বাংলাদেশের তিন ক্রিকেটার ৷ 10 ম্যাচ পর্যন্ত নির্বাসিত হতে পারেন তাঁরা ৷
রাকিবুল হাসান উইনিং স্ট্রোক নিতেই প্রথম বিশ্বকাপের জয় উদযাপন করতে মাঠে ছুটে আসেন বাংলাদেশি ক্রিকেটাররা ৷ ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্য করে কটূক্তি শুরু করেন তাঁরা ৷ উত্তপ্ত বাক্য বিনিময়ের পাশাপাশি দুইপক্ষের মধ্যে হাতাহাতিও শুরু হয়ে যায় ৷ বিষয়টি নিয়ে পদক্ষেপ নিতে কালবিলম্ব করেনি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷ ম্যাচ রেফারি গ্রেম ল্যাব্রয়ের কাছে ঘটনার রিপোর্ট চায় ICC ৷ সেই রিপোর্ট অনুযায়ী, ICC-র আচরণবিধি ভঙ্গের আওতায় ফেলা হয়েছে বাংলাদেশের তৌহিদ হৃদয়, শামিম হোসেন এবং রাকিবুল হাসান এবং ভারতের আকাশ সিং ও রবি বিষ্ণোইকে ৷