নয়াদিল্লি, 10 মার্চ : ছুটিতে পাঠানো হল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সিইও মনু সোহনিকে ৷ আচরণগত সমস্যার কারণে অডিট সংস্থা প্রাইস ওয়াটার হাউজ় কুপার্সের অন্তর্বর্তী তদন্তে মনু সোহনির তদন্তকারীদের স্ক্যানারে এসেছেন ৷ এর ফলে সোহনিকে তাঁর সময় শেষের আগে আইসিসি-র সিইও পদ থেকে ইস্তফা দিতে হতে পারে বলে আইসিসি সূত্র খবর ৷
প্রসঙ্গত, 2019 বিশ্বকাপের পর ডেভ রিচার্ডসনের জায়গায় আইসিসি-র সিইও পদে 2022 সাল পর্যন্ত তাঁকে নিযুক্ত করা হয় ৷ দায়িত্ব নেওয়ার পর থেকেই অভিযোগ ওঠে, মনু সোহনি তাঁর সহর্কমীদের সঙ্গে খুবই বাজে ব্যবহার করেন ৷ এমনকি বিশ্ব ক্রিকেটে ক্ষমতাসীন কয়েকটি ক্রিকেট বোর্ডের সদস্যের সঙ্গেও বাজে ব্যবহার করেছেন মনু সোহনি ৷ এ নিয়ে আইসিসি-র এক আধিকারিক জানিয়েছেন, ‘‘আইসিসির একাধিক কর্মীর কাছ থেকে তাঁর ঘৃণ্য ব্যবহার নিয়ে অভিযোগ এসেছিল ৷ যা একটি দক্ষ কর্মীদের দলের মনোবলে খুবই খারাপ প্রভাব ফেলে ৷’’
দুর্ব্যবহারের অভিযোগ ওঠার পর থেকেই বেশ কয়েকদিন আইসিসি-র অফিসে যাননি মনু সোহনি ৷ এরপর মঙ্গলবার থেকে তাঁকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ আইসিসি সূত্রে খবর, বোর্ড অফ ডিরেক্টরস কমপ্রোমাইজ় ফর্মুলাতে সম্মানের সঙ্গে সোহনিকে সিইও পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য বলতে পারে ৷ প্রসঙ্গত, আইসিসি-র নয়া চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া কার্যকর হওয়ার সময় থেকেই এই বিষয়টি নিয়ে তিনি বেশ কিছুটা চাপে ছিলেন ৷ পরবর্তী সময়ে গতবছর নভেম্বর মাসে গ্রেগ বার্কলে আইসিসি-র চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে আসেন ৷