দুবাই, 10 জুন: বলে লালার ব্যবহার নিয়ে অনিল কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটির সিদ্ধান্তকে মান্যতা দিল ICC-র চিফ এক্সিকিউটিভ কমিটি ৷ সংক্রমণ ঠেকাতে বলে স্যালাইভার ব্যবহার নিষিদ্ধ করা হল ৷ পাশাপাশি টেস্টে কোরোনা পরিবর্ত ব্যবহার করার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ৷ পরিস্থিতি স্বাভাবিক হলে এইসব নিয়মে বদল আনা হবে ৷
কোরোনা পরবর্তী ক্রিকেট বিশ্বে আসছে একগুচ্ছ নয়া নিয়ম ৷ খেলার মাঠে সংক্রমণ ঠেকাতে যতটা সম্ভব চেষ্টা করছে ICC ৷ সেই লক্ষ্যেই জারি হল নতুন নিয়ম ৷ তার মধ্যে যেমন রয়েছে লালার ব্যবহারের উপর নিষেধাজ্ঞা তেমনই রয়েছে COVID-19 সাবস্টিটিউট ৷ এখন থেকে বল পালিশের জন্য বোলাররা বলে থুতুর ব্যবহার করতে পারবেন না ৷ তবে পুরানো অভ্যাসবশত লালার ব্যবহার করলে প্রতিটি ইনিংসে দু'বার সতর্ক করা হবে ৷ তারপরও নিয়ম না মানলে বিপক্ষ দলকে 5 রান দেওয়া হবে ৷ পাশাপাশি বলে লালার ব্যবহার হলে আম্পায়ারের নির্দেশে বল পরিষ্কার করার পরই খেলা শুরু করা হবে ৷