পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নিষিদ্ধ লালার ব্যবহার, আসছে কোরোনা পরিবর্ত; একগুচ্ছ নিয়ম জারি ICC-র - আইসিসি

কোরোনা পরবর্তী বাইশ গজে বল গড়ানোর আগে একগুচ্ছ নয়া নিয়ম জারি করল ICC ৷

একগুচ্ছ নিয়ম জারি ICC-র
একগুচ্ছ নিয়ম জারি ICC-র

By

Published : Jun 10, 2020, 8:44 AM IST

দুবাই, 10 জুন: বলে লালার ব্যবহার নিয়ে অনিল কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটির সিদ্ধান্তকে মান্যতা দিল ICC-র চিফ এক্সিকিউটিভ কমিটি ৷ সংক্রমণ ঠেকাতে বলে স্যালাইভার ব্যবহার নিষিদ্ধ করা হল ৷ পাশাপাশি টেস্টে কোরোনা পরিবর্ত ব্যবহার করার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ৷ পরিস্থিতি স্বাভাবিক হলে এইসব নিয়মে বদল আনা হবে ৷

কোরোনা পরবর্তী ক্রিকেট বিশ্বে আসছে একগুচ্ছ নয়া নিয়ম ৷ খেলার মাঠে সংক্রমণ ঠেকাতে যতটা সম্ভব চেষ্টা করছে ICC ৷ সেই লক্ষ্যেই জারি হল নতুন নিয়ম ৷ তার মধ্যে যেমন রয়েছে লালার ব্যবহারের উপর নিষেধাজ্ঞা তেমনই রয়েছে COVID-19 সাবস্টিটিউট ৷ এখন থেকে বল পালিশের জন্য বোলাররা বলে থুতুর ব্যবহার করতে পারবেন না ৷ তবে পুরানো অভ্যাসবশত লালার ব্যবহার করলে প্রতিটি ইনিংসে দু'বার সতর্ক করা হবে ৷ তারপরও নিয়ম না মানলে বিপক্ষ দলকে 5 রান দেওয়া হবে ৷ পাশাপাশি বলে লালার ব্যবহার হলে আম্পায়ারের নির্দেশে বল পরিষ্কার করার পরই খেলা শুরু করা হবে ৷

8 জুলাই থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ় টেস্ট সিরিজ় ৷ তার আগে ICC-কে COVID-19 পরিবর্ত নিয়ম চালু করার অনুরোধ রেখেছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ৷ ECB-র সেই অনুরোধ মেনে শুধুমাত্র টেস্টে কোরোনা পরিবর্ত ব্যবহার করার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ৷ ম্যাচ চলাকালীন কোনও খেলোয়াড় কোরোনায় আক্রান্ত হলে তাঁর জায়গায় বদলি খেলোয়াড় নেওয়া যাবে ৷ ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ় তিন ম্যাচের টেস্ট সিরিজ় থেকেই এই নিয়মগুলির প্রয়োগ হবে ৷

2002 সালের পর এই প্রথম কোরোনার কারণে নিরপেক্ষ আম্পায়ার ম্যাচ পরিচালনা করবে না৷ ফলে স্থানীয় আম্পায়ারদের নিয়েই ম্যাচ পরিচালনার কাজ হবে ৷ এতে ভুল সিদ্ধান্তের পরিমাণ বাড়তে পারে ৷ তাই দুটি টিমকেই বাড়তি DRS রিভিউ নেওয়ার সুযোগ দেবে ICC ৷ টেস্টে 3টি এবং ওয়ান ডে ও টি-20-তে 2টি করে রিভিউ নিতে পারবে উভয় দল ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details