পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দলে রাজনীতির শিকার ! বাংলার হয়ে আর খেলবেন না অশোক দিন্দা

বাংলার হয়ে আর খেলতে রাজি নন অশোক দিন্দা ৷ আগামী মরশুম থেকে অন্য রাজ্যের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি ৷

dinda
dinda

By

Published : Jun 22, 2020, 10:35 AM IST

কলকাতা, 22 জুন: গত মরশুমে শৃঙ্খলাভঙ্গের জন্য রণজি মরশুমের মাঝপথেই দল থেকে বাদ পড়েছিলেন ৷ সেই ঘটনায় দলের রাজনীতির শিকার হয়েছেন বলে মনে করেন বাংলার পেসার অশোক দিন্দা ৷ রাগে-অভিমানে তাই অন্য রাজ্যের দিকে পা বাড়াচ্ছেন তিনি ৷ সাফ বলে দিয়েছেন, বাংলার হয়ে আর খেলতে চান না ৷

উৎপল চট্টোপাধ্যায়ের পর বাংলার দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী অশোক দিন্দা ৷ দলের এই অভিজ্ঞ পেসার গত মরশুমে বোলিং কোচ রণদেব বসুর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন ৷ CAB বলা সত্ত্বেও ক্ষমা চাইতে রাজি হননি ৷ তারপরই মরশুমের মাঝপথে দল থেকে বাদ পড়েন দিন্দা ৷ যদিও তাঁকে ছাড়াই গত 13 বছরে প্রথমবার রণজি ট্রফির ফাইনালে পৌঁছায় বাংলা দল ৷ কিন্তু সেই ঘটনায় তিনি রাজনীতির শিকার হয়েছেন বলে অভিযোগ দিন্দার ৷ সেই অভিমানেই এবার অন্য রাজ্যের পথে তিনি ৷ দিন্দা বলছেন, "আর বাংলার হয়ে খেলতে রাজি নই ৷ এটা চূড়ান্ত সিদ্ধান্ত ৷ সিদ্ধান্তটা গত মরশুমেই নিয়ে ফেলেছিলাম ৷ এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ৷"

বর্তমানে বাংলা দলের সঙ্গে যুক্ত কোচ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে আর কাজ করতে চান না দিন্দা ৷ তাঁর সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তাতে ক্ষুব্ধ তিনি ৷ বলেন, "আমাকে ওদের আর কাজে লাগবে না ৷ এই জগতটা ভীষণ স্বার্থপর ৷" দলের মধ্যে একঘরে হয়ে যাওয়া দিন্দা নিজের পরিস্থিতি বোঝাতে গিয়ে সুশান্ত সিং রাজপুতের উদাহরণ টেনে এনেছেন ৷ তাঁর কথায়, "সুশান্ত সিং রাজপুতের ঘটনা আপনারা দেখেছেন ৷ এই জিনিস (স্বজনপোষণ, রাজনীতি) সব জায়গাতেই রয়েছে ৷ কিন্তু আমি মানসিকভাবে ভীষণ শক্ত ৷"

আগামী মরশুমে কোন রাজ্যের হয়ে খেলবেন তা নিয়ে এখনও পাকাপাকি সিদ্ধান্ত নিয়ে পারেননি দিন্দা ৷ বলছেন, "বেশ কয়েকটা প্রস্তাব পেয়েছি ৷ কথাবার্তাও চলেছে ৷ আগামী মরশুমে কোন রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করব তা নিয়ে এখনও সিদ্ধান্ত নিইনি ৷" CAB-র কাছে এখনও ছাড়পত্রের আবেদন জানাননি তিনি ৷ খুব শীঘ্রই NOC-র আবেদন জানাবেন ।

ABOUT THE AUTHOR

...view details