দুবাই, 30 অগাস্ট : টানা পাঁচ মাস পর মাঠে নেমে বেশ ভয় পেয়েছিলেন । অকপট স্বীকারোক্তি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির । তবে প্রথম প্র্যাক্টিস সেশন "প্রত্যাশার চেয়ে ভালো" হয়েছে বলেও জানালেন তিনি । কোরোনার জেরে লকডাউনে পাঁচ মাস পর IPL-এর আগে নেট সেশন শুরু করলেন তিনি ।
নেট সেশনে দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন এবং RCB দলের ডিরেক্টর মাইক হেসনও উপস্থিত ছিলেন । এই ফ্র্যাঞ্চাইজ়ির ওয়েবসাইটে একটি বক্তব্যে বিরাট কোহলি বলেন, "প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভালো সেশন হয়েছে । সত্যি বলতে আমি খুব ভয় পেয়েছিলাম । আমি পাঁচ মাস ব্যাট হাতে তুলিনি । তবে হ্যাঁ, এটাও ঠিক, যা ভেবেছি তার চেয়ে অনেক ভালো হয়েছে ।" গত বছর IPL-এ RCB-র হয়ে সর্বোচ্চ রান তোলা 31 বছর বয়সি ব্যাটসম্যান জানান, লকডাউনে সুস্থ থাকার কারণেই দীর্ঘ বিরতির পর প্রশিক্ষণ নিলেও নেট সেশনে আরও ভালো পারফর্ম করতে পেরেছেন ।
কোহলি বলেন, "আমি লকডাউনের সময় বেশ খানিকটা প্রশিক্ষণ দিয়েছি, তাই বেশ ফিট রয়েছি । এবং এটিই সাহায্য করেছে । কারণ শরীর হালকা থাকায় ভালোভাবে খেলতে পারছি । আমার মনে হয়, বল হাতে যথেষ্ট সময় রয়েছে । এটাও একটা প্লাস পয়েন্ট ।" তিনি আরও বলেন, "ফিট না থাকলে শরীর ভারী হয়ে যায় এবং এটি মনের উপর প্রভাব ফেলতে থাকে । তবে হ্যাঁ, এটি আমার প্রত্যাশার চেয়ে অনেক বেশি উন্নত হয়েছে ।"