কলকাতা,২৩ ফেব্রুয়ারি : "দুই পয়েন্ট নয়, চাই ভারত বিশ্বকাপ জিতুক।" আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই বললেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সচিন তেন্ডুলকর বলেছিলেন, তিনি বিশ্বকাপে পাকিস্তানকে দু'পয়েন্ট ছাড়তে রাজি নন। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি নয় ভারতীয় বোর্ড। এইরকম ইঙ্গিত মিলছে। তারই সূত্র ধরে এই মন্তব্য করেন মাস্টার ব্লাস্টার। কিন্তু টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক আরও একধাপ এগিয়ে বলেন, তিনি চান ভারত বিশ্বকাপ পাক।
সচিন দুই পয়েন্ট চায়, আমি চাই বিশ্বকাপ : সৌরভ - icc
"দুই পয়েন্ট নয়, চাই ভারত বিশ্বকাপ জিতুক।" আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই বললেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
এদিকে ইডেন থেকে পাকিস্তানের ক্রিকেটারদের ছবি শীঘ্রই সরানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সৌরভ গঙ্গোপাধ্যায়। বাইপাসের ধারে একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন ভারত অধিনায়ক একথা জানিয়েছেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে সৌরভ এখন বঙ্গ ক্রিকেট প্রশাসনের শীর্ষপদে রয়েছেন।
আজ দুপুরে ইডেনের সামনে BJP-র যুব মোর্চা পাকিস্তানি ক্রিকেটারদের ছবি সরানোর দাবিতে বিক্ষোভ দেখান। ঘটনায় ৬৪ জন যুব মোর্চা কর্মী গ্রেপ্তার হন। পরে তাদের জামিনে ছেড়ে দেওয়া হয়। কাশ্মীরে জঙ্গি হানার প্রতিবাদ হচ্ছে দেশজুড়ে। পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার দাবি উঠেছে। এই ঘটনার রেশ ধরে বিদর্ভ, পঞ্জাব ও রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন পাকিস্তানের ক্রিকেটারদের ছবি সরিয়েছে। CAB-ও সেই পথেই হাঁটার ইঙ্গিত দিয়েছে।
বাংলা দলের কোচ অরুণলাল বলেছেন, তিনি দেশের আবেগের কথা বুঝতে পারছেন। যা হয়েছে তা নিন্দা করার ভাষা নেই। একই সঙ্গে তিনি মনে করেন খেলার সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেললে চলবে না।