পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আইপিএলে হনুমার সুযোগ পাওয়া উচিত ছিল : পূজারা

গায়ে টেস্ট ক্রিকেটারের তকমা লেগে গিয়েছে ৷ টি-20তে চেতেশ্বর পূজারার রক্ষণাত্মক ব্যাটিং ঠিক খাপ খায় না ৷ 2014 সালে শেষবার কিংস ইলেভেন পঞ্জাব দলে দেখা গিয়েছিল তাঁকে ৷ এরপর ছয় মরসুম ধরে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি চেতেশ্বর পূজারাকে উপেক্ষাই করে গিয়েছে ৷

pujara
pujara

By

Published : Apr 4, 2021, 4:51 PM IST

চেন্নাই, 4 এপ্রিল : প্রায় সাতবছর পর ফের আইপিএলের বৃত্তে চেতেশ্বর পূজারা ৷ চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে মাঠে নামবেন তিনি ৷ নিজে দল পেলেও সতীর্থ হনুমা বিহারীর জন্য খারাপ লাগছে পূজারার ৷ তাঁর মতে, আইপিএলে সুযোগ পাওয়া উচিত ছিল হনুমা বিহারীর ৷

গায়ে টেস্ট ক্রিকেটারের তকমা লেগে গিয়েছে ৷ টি-20তে চেতেশ্বর পূজারার রক্ষণাত্মক ব্যাটিং ঠিক খাপ খায় না ৷ 2014 সালে শেষবার কিংস ইলেভেন পঞ্জাব দলে দেখা গিয়েছিল তাঁকে ৷ এরপর ছয় মরসুম ধরে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি চেতেশ্বর পূজারাকে উপেক্ষাই করে গিয়েছে ৷ অবশেষে 2021 আইপিএলের নিলামে বেস প্রাইস 50 লাখ টাকায় পূজারাকে দলে নেয় চেন্নাই সুপার কিংস ৷ চেন্নাইয়ের এই সিদ্ধান্তে অকশন রুমে হাততালির বন্যা বয়ে গিয়েছিল ৷ যদিও হনুমা বিহারীর ভাগ্যে শিকে ছেঁড়েনি ৷ তিনি অবিক্রিত থেকে গিয়েছেন ৷ অতীতে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন হনুমা বিহারী ৷ 2019 সালে সানরাইজার্স হায়দরাবাদ বিহারীকে রিলিজ দেয় ৷ এরপর দু'বছর ধরে আর আইপিএলের বাইরে হনুমা ৷

আরও পড়ুন : করোনা থেকে সুস্থ হয়ে কেকেআর শিবিরে যোগ দিলেন নীতীশ রানা

জাতীয় দলের সতীর্থকে নিয়ে পূজারা বলেছেন, "আইপিএলের মঞ্চে হনুমা বিহারীর অভাব অনুভব করছি ৷ ওর জন্য খারাপ লাগছে ৷ অতীতে ও আইপিএলের অংশ ছিল ৷ ওর এবার সুযোগ পাওয়া উচিত ছিল ৷" পূজারা আইপিএলে দল পাওয়ায় খুশি জাতীয় দলের টিমমেটরা ৷ তিনি বলেছেন, "জাতীয় দলের হয়ে কিছু করতে পারলে তা সকলের ভালো লাগে ৷ শুধু ফ্র্যাঞ্চাইজিগুলিই নয় জাতীয় দলের প্রতিটি টিমমেট আমার জন্য খুশি ৷ শেষ কয়েক বছর ধরে জাতীয় দল থেকে শুধু আমিই আইপিএলের বাইরে ছিলাম ৷"

2018 সালে অস্ট্রেলিয়ায় প্রথমবার বর্ডার গাভাসকর ট্রফি জয়ের পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন পূজারা এবং হনুমা ৷ নিলামের পর সিএসকে ম্যানেজমেন্ট জানিয়েছিল, টেস্ট ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের উপহার হিসেবে পূজারাকে আইপিএল চুক্তি দেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details